Advertisement
Advertisement

সরকারের সমালোচনা দেশদ্রোহিতা নয়, জানাল সুপ্রিম কোর্ট

হিংসাত্মক কোনও প্ররোচনা ছাড়া যত কঠোর ভাষাতেই সরকারি কাজের সমালোচনা করা হোক না কেন, তা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে না বলেই জানাল সুপ্রিম কোর্ট৷

Supreme Court says Criticising Government is not sedition
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 2:04 pm
  • Updated:September 7, 2016 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের সমালোচনায় মুখ খোলা মানেই যে দেশদ্রোহিতা নয়, তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট৷ সাম্প্রতিক অতীতে ওঠা বেশ কয়েকটি দেশদ্রোহিতার অভিযোগের ভিত্তিতেই এই মত দেশের সর্বোচ্চ আদালতের৷

সরকারের কাজের সমালোচনা করলেই তা দেশদ্রোহিতার সামিল, এরকম এক ধারনা যেন বদ্ধমূল হয়েছে সাম্প্রতিক সময়ে৷ এই মর্মে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে৷ যার সাম্প্রতিক নজির দক্ষিণী অভিনেত্রী রম্যার বিরুদ্ধে ওঠা দেশদ্রোহিতার অভিযোগ৷ পাকিস্তান নরক নয়, এই বলে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের বিরোধিতার জেরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়েছিল৷ এরকম ঘটনা একটি নয়, ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও বারবার উঠে এসেছে এ প্রসঙ্গই৷ সামগ্রিক ভাবে দেশে রাষ্ট্রদোহিতা আইনের অপব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ উঠছিল নানা মহল থেকে৷কোনও কোনও ক্ষেত্রে দেশদ্রোহিতা আইনের সংশোধনও দাবি করা হচ্ছিল৷ ‘কমন কজ’ নামে এক এনজিওর তরফে জনৈক আইনজীবী প্রশান্ত ভূষণ সে ব্যাপারেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷ এই প্রেক্ষিতেই বিচারপতি দীপক মিশ্র ও ইউইউ ললিতের বেঞ্চ ১৯৬২ সালের এক মামলার রায়কে মনে করিয়ে এই সিদ্ধান্ত জানাল৷

Advertisement

সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ, দেশদ্রোহিতা সংক্রান্ত আইন (১২৪এ) সংশোধনের এই মুহূর্তে কোনও দরকার নেই৷ তবে তা সঠিকভাবে বুঝে প্রয়োগ করা প্রয়োজন৷ সরকারের সমালোচনা করা যেতেই পারে, কিন্তু তা যখন হিংসায় প্ররোচনা দেয় বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন তা অপরাধ পর্যায়ভুক্ত৷ হিংসাত্মক কোনও প্ররোচনা ছাড়া যত কঠোর ভাষাতেই সরকারি কাজের সমালোচনা করা হোক না কেন, তা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে না বলেই জানাল সুপ্রিম কোর্ট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement