ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর বিরুদ্ধে অত্যাচার বা নিষ্ঠুরতার অভিযোগ আনতে গেলে পণের প্রসঙ্গ উল্লেখের কোনও প্রয়োজন নেই। একটি মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি প্রসন্ন ভারালের ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা বলেন, “যে কোনও ধরনের নিষ্ঠুরতাই আইপিসির ৪৯৮ এ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।”
সম্প্রতি, অন্ধ্রপ্রদেশ হাই কোর্টে স্বামীর বিরুদ্ধে অত্যাচার ও নিষ্ঠুরতার অভিযোগ তুলে মামলা দায়ের করেন এক মহিলা। সেই মামলায় পণ চাওয়ার কথা উল্লেখ না থাকায় যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৪৯৮এ ধারায় নিষ্ঠুরতার অভিযোগ খারিজ করে দেয় রাজ্যের সর্বোচ্চ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন যুবতী। মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি প্রসন্ন ভারালের বেঞ্চে। সেখানেই ৪৯৮ এ ধারাটির ব্যাখ্যা করে বিচারপতিরা জানান, অত্যাচারের অভিযোগে পণ নেওয়ার কথা জানানো বাধ্যতামূলক নয়। পাশাপাশি হাই কোর্টের দেওয়া রায়কে বাতিল করে দেন বিচারপতিরা।
১৯৮৩ সালে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের অত্যাচারের হাত থেকে বিবাহিত মহিলাদের রক্ষার স্বার্থে ৪৯৮ এ ধারাটি ভারতীয় দণ্ডবিধিতে যুক্ত করা হয়। দুই বিচারপতির বেঞ্চ সংসদের বিবৃতিটি উদ্ধৃত করে বলেছে, “শুধুমাত্র যৌতুকের জেরে কোনও বিবাহিত মহিলার মৃত্যুর ক্ষেত্রে নয়, তাঁদের প্রতি শ্বশুরবাড়ির নিষ্ঠুরতার অভিযোগ আইনের আওতায় আনতে এই বিধানটি আনা হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.