সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দিন বেড়েই চলছে ইন্টারনেট ব্যবহারের খরচ। বাজারে একটি-দুটি সংস্থার ‘মনোপলি’ চলছে। সেই একাধিপত্ব নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক গ্রাহক। তাঁর আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।
রজত নামের ওই মামলাকারীর দাবি ছিল, দেশের ইন্টারনেটের বাজার নিয়ন্ত্রণ করছে জিও এবং রিলায়েন্স। স্রেফ রিলায়েন্সের নিয়ন্ত্রণেই রয়েছে ৮০ শতাংশ মার্কেট শেয়ার। ফলে সেভাবে বাজারে প্রতিদ্বন্দ্বিতা নেই। যার সুবিধা নিয়ে যাচ্ছেতাই ভাবে বাড়ানো হচ্ছে ইন্টারনেট ব্যবহারের খরচ। এটা নিয়ন্ত্রণ করা দরকার।
সেই মামলায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ ওই আর্জি খারিজ করে দিয়েছে। ডিভিশন বেঞ্চের বক্তব্য, “ভারতের ইন্টারনেটের বাজার খোলাবাজারের মতোই। বহু সংস্থা ইন্টারনেট পরিষেবা দেয়। বিএসএনএল বা এমটিএনএলের মতো স্বল্পমূল্যের ইন্টারনেট পরিষেবার সুযোগও রয়েছে। তাছাড়া ইন্টারনেট ব্যবহারের অন্য মাধ্যমও আছে।” আর্জি খারিজ করে দিয়ে মামলাকারীকে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারস্থ হতে বলেছে শীর্ষ আদালত।
বস্তুত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখানোর পর থেকেই দেশবাসীর জীবনে ইন্টারনেটের প্রভাব অনস্বীকার্য হয়ে দাঁড়িয়েছে। আবার একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইন্টারনেট ব্যবহারের খরচ। দেশের তিন প্রধান টেলিকম সংস্থাই কমবেশি একই হারে ইন্টারনেটের দাম ধার্য করেছে। ফলে কম খরচে ইন্টারনেট ব্যবহারের বিকল্প তেমন নেই। তবে শীর্ষ আদালত এ নিয়ে হস্তক্ষেপে নারাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.