সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের লোকসভার সাংসদ হিসাবে নির্বাচনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি বিআর গভই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ মামলাকারীদের এই আর্জি নিয়ে নির্বাচনী পিটিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে।
মামলাকারীদের দাবি ছিল, ভারতীয় সংবিধানের ৮৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাংসদ হওয়ার যোগ্য নন জঙ্গি কার্যকলাপে অভিযুক্ত অমৃতপাল। কারণ, তিনি প্রকাশ্যেই বলেছেন ভারতের সংবিধানের প্রতি তাঁর কোনও আনুগত্য নেই। তবে মামলাকারীদের সেই বক্তব্য নির্বাচনী পিটিশন হিসাবে দাখিল করার নির্দেশ দিয়ে তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং লকআপে হামলা চালানোর অভিযোগে ২০২৩ সালের ২৩ এপ্রিল পাঞ্জাবের মোগা থেকে গ্রেপ্তার করা হয় অমৃতপালকে। জাতীয় নিরাপত্তা আইনে জেলবন্দি হন তিনি। জেলে থাকাকালীনই লোকসভা ভোটে লড়তে আবেদন জানিয়েছিলেন পাঞ্জাবের এই খলিস্তানি নেতা। আদালত সেই অনুমতি দেয়। এর পর খাদুর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়তে মনোনয়ন জমা দিয়েছিলেন কমিশনের কাছে। এবং প্রতিপক্ষকে চমকে দিয়ে ৩৮.৬ শতাংশ ভোট পেয়ে জেতেন তিনি। কংগ্রেস প্রার্থীকে হারান প্রায় ২ লক্ষ ভোটে।
দুবাই ফেরত অমৃতপাল প্রকাশ্যেই নিজেকে খলিস্তানি নেতা ভিন্দ্রেনওয়ালের অনুগামী বলে পরিচয় দেন। নিজেকে খলিস্তানি বলতে গর্ববোধ করেন তিনি। ভিন্দ্রানওয়ালের মতোই সামরিক পোশাক পরেন অমৃতপাল। এ হেন বিচ্ছিন্নতাবাদী নেতার সাংসদ হওয়া নিয়ে আপত্তি জানিয়ে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.