Advertisement
Advertisement
Alapan Banerjee

মোদির বৈঠকে আলাপনের গরহাজিরা মামলা: কলকাতা হাই কোর্টের রায় খারিজ শীর্ষ আদালতে

এক্তিয়ারভুক্ত অন্য কোনও আদালতে আবেদন জানাতে পারবেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

Supreme Court rejects Calcutta High Court order on Alapan Banerjee case that set aside cat principal benchs transfer | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 6, 2022 3:21 pm
  • Updated:January 6, 2022 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মামলা করেছিল ক্যাট। দিল্লির বেঞ্চে এই মামলার শুনানির সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন। সওয়াল-জবাবের তাঁর পক্ষেই রায় দিয়েছিল হাই কোর্ট। কিন্তু এদিন সেই নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদলত।

কেন রায় খারিজ করল সুপ্রিম কোর্ট? এ প্রসঙ্গে শীর্ষ আদালতের মূল যুক্তি, ভৌগোলিক এলাকার ভিত্তিতে এই মামলায় নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই কলকাতা হাই কোর্টের। তবে শীর্ষ আদালত এও জানিয়েছে, এক্তিয়ারভুক্ত অন্য কোনও আদালতে আবেদন জানাতে পারবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টেরও দ্বারস্থ হতে পারেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, দামি উপহারের টোপ, কলকাতায় বসেই প্রতারণা মহিলার]

গত ২৮ মে ঘূর্ণিঝড় ‘যশ’ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলাইকুণ্ডায় প্রশাসনিক বৈঠক করেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আলাপনবাবুর ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হলেও তিনি বৈঠকে হাজির হননি। এরপরই ১৬ জুন আলাপন বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে কেন্দ্রের কর্মিবর্গ দপ্তর। ১৮ অক্টোবর প্রাথমিক পর্যায়ের শুনানির জন্য তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। পরে তাঁর অনুরোধে সেই শুনানি পিছিয়ে ২ নভেম্বর করা হয়েছে।

সেই তদন্ত প্রক্রিয়া খারিজ এবং নিজের দাবিদাওয়া নিয়ে ক্যাট-এর কলকাতা বেঞ্চে মামলা দায়ের করেন আলাপনবাবু। কিন্তু এ রাজ্যের বেঞ্চে তাঁর আবেদনের শুনানি না করে মামলা দিল্লিতে স্থানান্তরিত করে ক্যাট। তাদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যান প্রাক্তন মুখ্যসচিব। শুনানিতে হাই কোর্টে ডিভিশন বেঞ্চের প্রশ্নে জর্জরিত হতে হয় কেন্দ্রের আইনজীবীকে। তার পর CAT-এর মামলা কলকাতায় ফেরানোর নির্দেশ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও রবীন্দ্রনাথ সামন্তের পূজাবকাশকালীন বেঞ্চ। কিন্তু এদিন সেই নির্দেশ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। 

[আরও পড়ুন: মল ত্যাগ না করে এবার দান করুন! চাহিদা তুঙ্গে, কেন জানেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement