সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের উদ্বেগ বাড়িয়ে দলিত আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ফলে আগামী শুনানি পর্যন্ত বলবৎ থাকবে এই আইন। মঙ্গলবার এই বিষয়ে সমস্ত সংশ্লিষ্ট পক্ষের জবাব তলব করেছে শীর্ষ আদালত। দশ দিন পর মামলাটির ফের শুনানি হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। একটি টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ‘এসসি/এসটি প্রিভেনশন অফ এট্রোসিটি অ্যাক্ট’ যাতে বর্তমানে রূপেই থাকে তার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে কেন্দ্র। এদিন এই আবেদন গ্রাহ্য করেনি শীর্ষ আদালত।
[কেদারনাথ মন্দিরের কাছে দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার কপ্টার, আহত ৪]
Supreme Court refuses to stay its order on SC/ST Act, asks all parties to submit detailed replies within two days; matter to be heard after 10 days. pic.twitter.com/2Is9Vosusa
— ANI (@ANI) April 3, 2018
২০ মার্চ সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, তফসিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার বন্ধের আইনটি সরকারি কর্মীদের বিরুদ্ধে অপব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে আইন প্রয়োগে বেশ কিছু বিধিনিষেধ জারি করে শীর্ষ আদালত। শুরু থেকেই বিষয়টিতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। দলিতদের উপর নির্যাতনের ঘটনা বাড়ার আশঙ্কায় সরব হয় বিরোধী দলগুলি। এমনকী, লোক জনশক্তি পার্টির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের নেতৃত্বে কেন্দ্রে শাসক দলগুলির সাংসদরা রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন। অন্যদিকে, ২০১৯-এর লোকসভা ভোটে এই রায়ের প্রভাব পড়বে বলেও ধারণা করা হয় বিজেপিরই একাংশ থেকে।
এই পদক্ষেপের বিরুদ্ধেই সোমবার ভারত বনধ ডাকে দলিত সংগঠনগুলি। তাঁদের নৈতিক সমর্থ দেয় কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। ওই বনধের জেরে নিহত হন দশজন। বিপর্যস্ত হয়ে পড়ে নয়টি রাজ্য। বাতিল করা হয় প্রায় ১০০টি ট্রেন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনাবাহিনীকে। তারপরই প্রবল চাপে পড়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে কেন্দ্র। তবে সুপ্রিম রায়ে ফের উত্তেজনা ছড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।
[তফসিলি জাতি-উপজাতির সুরক্ষা নিশ্চিত করতে দায়বদ্ধ কেন্দ্র: রাজনাথ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.