Advertisement
Advertisement

Breaking News

মথুরা-কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরার জওহরবাগে সংঘর্ষের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ হল দেশের শীর্ষ আদালতে৷ মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ সেই মতো বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়কে নিয়ে গঠিত এক অবকাশকালীন বেঞ্চের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল৷আরও পড়ুন:দেশে ডাক্তারের বড় অভাব! মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টেররাজস্থানে […]

supreme-court-refuses-to-order-cbi-probe-into-mathura-violence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2016 2:41 pm
  • Updated:June 7, 2016 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরার জওহরবাগে সংঘর্ষের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ হল দেশের শীর্ষ আদালতে৷ মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ সেই মতো বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়কে নিয়ে গঠিত এক অবকাশকালীন বেঞ্চের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল৷

প্রায় বছর দুয়েক ধরে জওহরবাগে ঘাঁটি গেড়ে বসেছিল জয় গুরুদেবজির শিষ্য রামবৃক্ষ যাদব ও তার চ্যালারা৷ নিজেদের সুভাষ সেনা নামে পরিচয় দিত তারা৷ ঘেরাটোপের ভিতর রীতিমতো স্বাধীন রাষ্ট্র চালনা করতেন রামবৃক্ষ৷ বালক ও মহিলারদেরও দেওয়া হত অস্ত্র প্রশিক্ষণ৷ এই সুভাষ সেনাকে মাত্র দুদিনের ধর্ণা দেওয়ার অনুমতি দিয়েছিল উত্তরপ্রদেশ প্রশাসন৷ সেই রন্ধ্রপথেই ঢোকে কালশাপ৷ শেষমেশ প্রশাসনের তরফে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়৷ যার পরিণতি কৃষ্ণক্ষেত্রে রক্তের হোলি৷ অভিযোগ উঠেছিল, প্রশাসনের প্রশ্রয়েই বেড়ে উঠেছিল রামবৃক্ষের রাজ্যপাট৷ কেন এতদিন প্রশাসন ব্যবস্থা নেয়নি, তা নিয়েও উঠেছিল প্রশ্ন৷ এর জেরেই উঠেছিল সিবিআই তদন্তের দাবি৷

Advertisement

ইতিমধ্যেই এই ঘটনায় জেলাশাসক ও সিনিয়র পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার৷ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিজেই টুইট করে জেলাশাসক রাজেশকুমার এবং এসএসপি রাকেশকুমার সিংয়ের বদলির কথা ঘোষণা করেন৷ এ প্রসঙ্গেই দেশের শীর্ষ আদালতের বক্তব্য, রাজ্য প্রশাসনের তদন্তে এখনও পর্যন্ত কোনও খামতি দেখা যায়নি৷ ফলত সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলেই অভিমত শীর্ষ আদালতের৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement