সোমনাথ রায়, নয়াদিল্লি: পরীক্ষা নিয়ে হাজারও কেলেঙ্কারি, তর্ক-বিতর্ক, বাতিলের সিদ্ধান্ত। তৃতীয় এনডিএ সরকারের প্রথম ধাক্কা ছিল ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় কারচুপির অভিযোগ। সেসবের জেরে NEET-UG, NEET-PG ছাড়াও উচ্চশিক্ষায় সর্বভারতীয় স্তরে একাধিক প্রবেশিকা পরীক্ষা বাতিল হয়েছে। নির্ধারিত দিনের বদলে পিছিয়ে গিয়েছে তা। এবার NEET-PG আরও পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্ধারিত ১১ আগস্ট হবে পরীক্ষা। শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানিতে আবেদনটি খারিজ হয়ে যায়।
মাঝে মাত্র দুটি দিন। এত কম সময়ের মধ্যে পরীক্ষা পিছনোর (Postponed) আর্জি কেন? শুক্রবার শুনানিতে আবেদনকারীদের আইনজীবীকে এই প্রশ্নে কার্যত ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি (CJI)। বর্ষীয়ান আইনজীবীর আবেদন ছিল, প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী রয়েছেন। সূচি অনুযায়ী দুটি ভাগে পরীক্ষার একটি সকালে এবং আরেকটি বিকেলে হবে। তাতে তাঁদের সমস্যা হতে পারে। তাই আলাদা দিনে পরীক্ষার আর্জি জানানো হচ্ছে।
তাতে বিচারপতিরা সাফ জানান, নতুন করে এখন কোনও পরীক্ষার দিনক্ষণ স্থির করা সম্ভব নয়। ২ লক্ষ পরীক্ষার্থীর ৪ লক্ষ অভিভাবক এতদিন ধরে চিন্তা আর কান্নাকাটি করেছেন, পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার কারণে। ভর্ৎসনার সুরে তাঁরা এও জানান, শিক্ষাজগতে নতুন কিছু সংস্কার করতে পারে না বিচারব্যবস্থা। তাতে আইনজীবী সওয়াল করেন, মাঝেমাঝে কোনও কাজকে বিলম্বিত করলে তা আরও ভালো হয়। কিন্তু তাঁর কোনও যুক্তি গ্রাহ্য করেননি বিচারপতিরা। ফলে পরীক্ষা পিছনোর আর্জি খারিজ হয়ে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.