Advertisement
Advertisement
Supreme Court

দীপাবলিতে ‘সুপ্রিম’ শুভেচ্ছা, তবে ‘পরিবেশবান্ধব বাজি’তে না শীর্ষ আদালতের

২০১৮ সালে সুপ্রিম কোর্ট 'গ্রিন ক্র্যাকারে' নিষেধাজ্ঞা জারি করেছিল।

Supreme Court refuses nod to sale of green crackers। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 22, 2023 4:43 pm
  • Updated:September 22, 2023 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে বিক্রি করা যাবে না বেরিয়াম সল্ট ব্যবহারে তৈরি পরিবেশবান্ধব বাজি। শুক্রবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। কারণ সেই সমস্ত ‘গ্রিন ক্র্যাকার’ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাই আলোর উৎসবের আগেই নির্দেশিকা জারি করল শীর্ষ আদালত। একইসঙ্গে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছে সুপ্রিম কোর্ট।    

২০১৮ সালে সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে বেরিয়াম সল্টযুক্ত ‘গ্রিন ক্র্যাকার’ বা পরিবেশবান্ধব বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কয়েকটি আতসবাজি প্রস্তুতকারক সংস্থার তরফে ৩০ শতাংশ দূষণ কম হবে, এমন বাজি বানানোর আবেদন জানানো হয়েছিল। একই সঙ্গে আবেদনকারীরা বেরিয়াম সল্টযুক্ত বাজি বানানোরও আবেদন জানিয়েছিলেন। এনিয়ে শীর্ষ আদালতের বিচারপতি এএস বোপান্না ও এমএম সুন্দ্রেসের বেঞ্চের তরফে জানানো হয়েছে, “আমরা এই আবেদনে অনুমোদন দেব না। আমাদের আগের নির্দেশিকাই বহাল থাকবে।”  

Advertisement

[আরও পড়ুন: অরুণাচলের খেলোয়াড়দের ভিসায় না চিনের, ‘পালটা ব্যবস্থা নিতে পারি’, হুঁশিয়ারি ভারতের]

এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এই নির্দেশিকা শুধুমাত্র তামিলনাড়ুর ‘ফায়ারওয়ার্কস আমোরসেস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে যুক্ত আতসবাজি প্রস্তুতকারক সংস্থাগুলোর আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিষয়ে আইনজীবী গোপাল শংকরনারায়ণ বলেন,”আমরা সকলকে একই সঙ্গে দীপাবলির শুভেচ্ছাও জানাচ্ছি।”  

প্রসঙ্গত, দীপাবলির কথা মাথায় রেখে কয়েকদিন আগেই সমস্ত রকম বাজি বানানো, বিক্রি করা, জমা করার উপর ফের নিষেধাজ্ঞা জারি করে দিল্লি সরকার। শীতকাল ও তার প্রাক্কালে বাজির কারণে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

[আরও পড়ুন: ‘সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলে সব সম্ভব’, মোদির প্রচারে হাতিয়ার মহিলা সংরক্ষণ বিল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement