Advertisement
Advertisement
Supreme Court

‘সন্দেহভাজনদের ল্যাপটপ, মোবাইল থেকে তথ্য কপি নয়’, ইডিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

আর্থিক প্রতারণা মামলায় সুপ্রিম ধাক্কা ইডির। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাইলেই কোনও সন্দেহভাজনের ল্যাপটপ বা মোবাইল থেকে কোনও তথ্য কপি করতে পারবে না।

Supreme Court red line for ED: Can’t copy, access content from laptop, mobile phones
Published by: Subhajit Mandal
  • Posted:December 25, 2024 4:23 pm
  • Updated:December 25, 2024 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তদন্ত প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল তদন্তকারী সংস্থা ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাইলেই কোনও সন্দেহভাজনের ল্যাপটপ বা মোবাইল থেকে কোনও তথ্য কপি করতে পারবে না। বা অনুমতি ছাড়া কোনও তথ্য ব্যবহার করতে পারবে না। সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত।

শীর্ষ আদালতে ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে মামলা করেছিলেন লটারি কিং স্যান্টিয়াগো মার্টিন্স। তাঁর দাবি ছিল, তদন্তকারী সংস্থা তাঁর এবং তাঁর সংস্থার একাধিক বৈদ্যুতিক গ্যাজেট বাজেয়াপ্ত করেছে। এবং সেই ল্যাপটপ এবং মোবাইলগুলি থেকে তথ্য কপি করা হচ্ছে। স্যান্টিয়াগো মার্টিন্সের দাবি, যেভাবে ইডি তাঁর ল্যাপটপ বা মোবাইলের তথ্য কপি করছে, সেটা নাগরিক হিসাবে তাঁর গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ। ‘লটারি কিং’ তাঁর সাংবিধানিক এবং মৌলিক অধিকার রক্ষার আর্জি জানান সুপ্রিম কোর্টে।

Advertisement

‘লটারি কিং’য়ের সেই আর্জি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ইডি বাজেয়াপ্ত করা কোনও ইলেকট্রনিক গ্যাজেটের তথ্য বা নথি কপি করতে পারবে না। এমনকী, অনুমতি ছাড়া ল্যাপটপ বা মোবাইলে থাকা তথ্য প্রকাশও বা ব্যবহার করতে পারবে না। যা যে কোনও আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলার তদন্তের অগ্রগতির ক্ষেত্রে বাধা হতে পারে।

উল্লেখ্য, গত কয়েক বছরে মোদি সরকারের আমলে ইডির সক্রিয়তা চোখে পড়ার মতো। সংবাদমাধ্যম থেকে শুরু করে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ইডির তদন্ত অদ্ভুতভাবে গতি পেয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, স্রেফ সন্দেহের বশে বিরোধী নেতাদের বা সংবাদমাধ্যমের বা ব্যবসায়ীদের ল্যাপটপ বা মোবাইল বাজেয়াপ্ত করার প্রবণতাও লক্ষনীয়। এবার থেকে ইডি সেই গ্যাজেটগুলি থেকে কোনও নথি নকল করতে পারবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement