Advertisement
Advertisement
Duare Ration

দুয়ারে রেশন মামলা: শুনানি ৪ মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট, হতাশ ডিলার্স অ্যাসোসিয়েশন

পরবর্তী শুনানি আগস্ট মাসে।

Supreme Court postpones Duare Ration hearing for 4 months | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 13, 2023 2:23 pm
  • Updated:April 13, 2023 3:02 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পের বৈধতা সংক্রান্ত মামলার শুনানি আবার পিছিয়ে গেল শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি শুরুর পরই বিচারপতিরা তা স্থগিত করে দেন। জানানো হয়, পরবর্তী শুনানি ১৬ আগস্ট। অর্থাৎ প্রায় চার মাস পিছিয়ে গেল দুয়ারে রেশন মামলার শুনানি। এতে হতাশ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, তাঁরা শুনানি এগিয়ে আনার আবেদন জানাবেন শীর্ষ আদালতে।

প্রত্যন্ত এলাকায় রেশন পরিষেবা আরও মসৃণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার চালু করেছিল ‘দুয়ারে রেশন’ প্রকল্প। কিন্তু এই প্রকল্প আদৌ বৈধ কি না, সেই প্রশ্ন তুলে উচ্চ আদালতে মামলা হয়। কলকাতা হাই কোর্ট (Calcutta HC) সেই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানির দিন ধার্য হয়েছিল ১৪ এপ্রিল।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল, আদালত চত্বরে দাঁড়িয়ে কী বললেন পার্থ?]

কিন্তু ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী উপলক্ষে ছুটি। তাই ওইদিনের নির্ধারিত সমস্ত মামলার শুনানি এগিয়ে ১৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে শুনানি শুরু হতেই  তাঁরা স্থগিত রাখেন। জানানো হয়, চারমাস স্থগিত মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে ১৬ আগস্ট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে খবর, শুনানি এগিয়ে আনতে তারা আদালতে আবেদন করবেন। 

[আরও পড়ুন: জাল ওষুধ তৈরির অভিযোগ, ১৮ ফার্মা কোম্পানির লাইসেন্স বাতিল করল কেন্দ্র]

২০২১ সালের নভেম্বর মাসে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথামতো পাহাড়ের দুর্গম এলাকা থেকে গ্রামাঞ্চলের প্রত্যন্ত জায়গায় প্রয়োজনীয় রেশন পৌঁছে দেন ডিলাররা। পরিষেবা পেয়ে খুশি আমজনতাও। কিন্তু কলকাতা হাই কোর্ট আচমকা তাকে ‘অবৈধ’ ঘোষণা করায় অনিশ্চয়তার মুখে পড়ে প্রকল্পটি। এবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি আরও অনেকদিন পিছিয়ে যাওয়ায় জটিলতা আরও বাড়ল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement