ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির অভিযোগ উঠলেই হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না লোকপাল। স্বতঃপ্রণোদিত মামলায় দুর্নীতি বিরোধী সংস্থাকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে, এভাবে কর্মরত বিচারপতিদের বিরুদ্ধে লোকপালের তদন্ত করাটা বিরক্তিকর।
সুপ্রিম কোর্টেরই প্রাক্তন বিচারপতি এএম খানউইলকর চলতি বছরের ২৭ জানুয়ারি দুটি পৃথক মামলার রায়ে জানান, হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে ২০১৩ সালের লোকপাল ও লোকায়ুক্ত আইনের ১৪(১) ধারা অনুযায়ী তদন্ত এবং প্রয়োজনে পদক্ষেপ করতে পারবে লোকপাল। সেই মতো দুই হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্তও করছে লোকপাল। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলে দিল, এভাবে কোনও বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্তে নেমে পড়তে পারে না লোকপাল।
সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গভই, বিচারপতি সূর্ষকান্ত এবং বিচারপতি ওএস ওকার ডিভিশন বেঞ্চ বলছে, বিচারপতিদের বিরুদ্ধে লোকপাল তদন্ত করতে চাইলে সুপ্রিম কোর্টের অনুমতি প্রয়োজন। এভাবে বিনা অনুমতিতে তদন্ত করতে পারে না লোকপাল। পুরো বিষয়টি বিরক্তিকর। একই সঙ্গে যাঁদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তাঁদের নামও যাতে প্রকাশ্যে না আনা হয়, সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতাও লোকপালের তদন্তের বিরোধিতাই করেছেন। তিনিও শীর্ষ আদালতে জানিয়েছেন, হাই কোর্টগুলি লোকপালের অধীনে পড়ে না। এভাবে বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করার অধিকার লোকপালের নেই। যার অর্থ দুর্নীতি বিরোধী ওই সংস্থা দেশের অন্যান্য সব ক্ষেত্রের দুর্নীতির উপর নজরদারি চালাতে পারলেও বিচারব্যবস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.