Advertisement
Advertisement

Breaking News

Justice Yashwant Varma

কাদের সঙ্গে কথা বলতেন বিচারপতি বর্মা? খতিয়ে দেখবে কমিটি, বয়ান নেওয়া হবে দমকলের

মঙ্গলবারই বিচারপতির বাড়িতে পৌঁছেছে কমিটি।

Supreme Court Panel Probing Justice Yashwant Varma Cash Haul To Question Fire Dept, Check His Call Log
Published by: Biswadip Dey
  • Posted:March 25, 2025 3:12 pm
  • Updated:March 25, 2025 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগদকাণ্ডে নাম জড়ানো বিচারপতি যশবন্ত বর্মার কল রেকর্ড খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটি। সেই সঙ্গেই দমকল বাহিনীর কর্তাদের সঙ্গেও কথা বলবে কমিটি। মঙ্গলবার সূত্রানুাসারেই এমনটা জানা গিয়েছে বলে দাবি সুপ্রিম কোর্টের। পরে অভিযুক্ত বিচারপতির বাড়িতেও পৌঁছয় প্যানেল।

দোলের ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়িতে আগুন লাগে। তখনই তাঁর বাড়িতে বিপুল পরিমাণ নগদ পান দমকল কর্মীরা। এরপর বিচারপতির বাড়ির কাছে রাস্তা থেকেও পাঁচশো টাকার পোড়া নোট উদ্ধার হয়। এখনও পর্যন্ত ওই অর্থের উৎস জানা যায়নি। এই পরিস্থিতিতে কমিটি জানতে চায় দমকল কর্মীরা প্রথম সেখানে গিয়ে কী কী দেখেছিলেন। পাশাপাশি বিচারপতি বর্মার কল রেকর্ডের ফরেনসিক তদন্তও করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

গত শনিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এক তিন সদস্যের কমিটি গঠন করেন। ওই কমিটিতে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি শিল নাগু, হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি অনু শিবারমণ।

এদিকে বিচারপতি বর্মাকে দিল্লি হাই কোর্ট থেকে এলাহাবাদ হাই কোর্টে পাঠানোর সুপারিশ করা হলেও বেঁকে বসেছে এলাহাবাদ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন। এলাহাবাদ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারির বক্তব্য, বিচারপতি বর্মাকে কোনও আদালতেই বদলি করা উচিত হবে না। “কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়।” আরও বলেন, “ভারতের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে তাঁর দিল্লিতেই থাকা উচিত।” এমনকী জনগণের আস্থা ফেরাতে অভিযুক্ত বিচারপতির সমস্ত রায় পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement