সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ২০১৬। ডিউটি করতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ হারান উত্তরপ্রদেশের এক চিকিৎসক। সেই ঘটনায় পরিবারকে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করে রাজ্য সরকার। তারপর পেরিয়েছে ৯ বছর। তা পায়নি পরিবার। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মামলার শুনানির পর উত্তরপ্রদেশ সরকারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের।
উত্তরাখণ্ডের স্বাস্থ্যকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর তাঁর পরিবারকে সরকার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়। ধাপে ধাপে সরকার চিকিৎসকের পরিবারকে এতদিনে মাত্র ১১ লক্ষ টাকা দিয়েছে। ক্ষতিপূরণের টাকা দেরিতে আসায় হাই কোর্টে মামলা দায়ের করে মৃত চিকিৎসকের পরিবার। সেই মামলায় হাই কোর্ট রাজ্যকে একাধিক নির্দেশ দেয়। টাকা দিতে দেরি হওয়ায় সাড়ে সাত শতাংশ হারে সুদ মিলিয়ে নিহত চিকিৎসকের স্ত্রীকে ১ কোটি ৯৯ লক্ষ টাকা দিতে নির্দেশ দেয়। পাশাপাশি, পেনশনের সুবিধা দেওয়ারও নির্দেশ ছিল।
কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উত্তরপ্রদেশ সরকার। সেখানেও মুখ পুড়ল তাদের। শীর্ষ আদালতে বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। দুইপক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত মৃতের চিকিৎসকের পরিবারকে ১কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.