Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

যাদবপুরে VC নিয়োগ: রাজ্যের দায়ের করা মামলায় রাজ্যপালকে ‘পার্টি’ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

২ সপ্তাহ পর মামলার শুনানি।

Supreme Court orders to include WB Governor in case of recruitment of VC in Jadavpur University | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 21, 2023 11:43 am
  • Updated:August 21, 2023 12:46 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অস্থায়ী উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ করে রাজ্যের দায়ের করা মামলায় রাজ্যপালকে পার্টি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ২ সপ্তাহ পর শুনানি। সোমবার শীর্ষ আদালতে মামলাটি ওঠে। রাজ্যের হয়ে মামলায় সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)। 

রাজ্যের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে যাদবপুরল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল। এই অভিযোগে তাঁর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার মামলাটি গৃহীত হয়। রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি সওয়াল করেন, রাজ্যকে এড়িয়ে গিয়ে বেআইনিভাবে বিশ্ববিদ্য়ালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। এই মামলায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Anand Bose) পার্টি করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি সব পক্ষকে এই মামলায় নোটিস দিতে হবে আগামী ২ সপ্তাহের মধ্যে। তারপর ফের শুনানি।

Advertisement

[আরও পড়ুন: ‘জোটে লাভ নেই, নির্দিষ্ট ইস্যু নিয়ে জনতার কাছে যেতে হবে’, INDIA-র সমালোচনায় পিকে ‘স্যর’]

উল্লেখ্য, ছাত্রমৃত্যু নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে অন্তর্বর্তীকালীন উপাচার্য। গণিত বিভাগের (Department of Mathematics) বিভাগীয় প্রধান বুদ্ধদেব সাহুকে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার রাতেই রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে রাজ্য সরকারের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা না করেই এভাবে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে মোটেই ভালভাবে গ্রহণ করেনি রাজ্য সরকার। এই নিয়োগকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। 

[আরও পড়ুন: আমেরিকায় চিকিৎসা সেরে কলকাতায় অভিষেক, বিমানবন্দরে বাবার সঙ্গে দেখা গেল আজানিয়াকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement