Advertisement
Advertisement
Supreme Court

বন্ধ শম্ভু সীমান্ত, কৃষকদের অভিযোগ শুনতে কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

রাস্তা থেকে কৃষকদের ট্রাক্টর সরাতে পাঞ্জাব সরকারকে রাজি করাতে হবে, নির্দেশ আদালতের।

Supreme Court orders to form a committee to resolve all farmers grievances
Published by: Amit Kumar Das
  • Posted:August 23, 2024 1:34 pm
  • Updated:August 23, 2024 1:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা। অন্নদাতাদের দিল্লি অভিযান আটকাতে মাসের পর মাস ধরে বন্ধ শম্ভু সীমান্ত। গুরুতর এই পরিস্থিতিতে কৃষকদের যাবতীয় অভিযোগ শোনার জন্য একাধিক সদস্যের একটি নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চ এই আদেশ দিয়েছে।

এর আগেও শম্ভু সীমানার জটিলতা কাটাতে কমিটি তৈরি করে কৃষক-সরকার ‘সেতুবন্ধন’-এর পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসেছিল পাঞ্জাব সরকার। এর পর বন্ধ থাকা অম্বালা-দিল্লি জাতীয় সড়কের কিছু অংশ খুলে দিতে রাজি হন কৃষকরা। এই অবস্থায় শীর্ষ আদালতের নির্দেশ, কৃষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। কৃষকদের অভিযোগ শুনতে দ্রুত কমিটি গঠন করতে হবে। এবং রাস্তা থেকে তাঁদের ট্রাক্টর, ট্রলি সরানোর জন্য পাঞ্জাব সরকারকেই রাজি করাতে হবে। শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানান সরকারকেও কৃষকদের সম্পর্কিত যাবতীয় সমস্যার কথা জানাতে হবে ওই কমিটির কাছেই। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২ সেপ্টেম্বর।

Advertisement

[আরও পড়ুন: ঘুরপথে সংস্থার টাকা আত্মসাৎ! অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল SEBI]

কৃষক সংগঠনগুলির ঐক্যমঞ্চ সংযুক্ত কিসান মোর্চার দাবি, এমএসপি নিয়ে চাষিদের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্র। এদিকে কৃষক আন্দোলনের জেরে যথেষ্ট চাপে বিজেপি। এর আগে লোকসভা নির্বাচনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের বহু গ্রামীণ কেন্দ্র হারতে হয়েছে বিজেপিকে।

[আরও পড়ুন: FIR দায়েরে দেরি, বদলাপুরের স্কুলে শিশুদের যৌন নির্যাতনের ঘটনায় সাসপেন্ড ৩ পুলিশ আধিকারিক]

সামনে আবার একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির মুখোশ খুলে দিতে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। হরিয়ানা, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্র-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বিজেপির ‘কৃষক-বিরোধী নীতি’র বিরুদ্ধে আয়োজন করা হয়েছে পদযাত্রা, জাঠা ও মহাপঞ্চায়েত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement