ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দেশজুড়ে বাড়ছে ঘৃণাভাষণের ঘটনা। রাশ টানুন।’ শুক্রবার কেন্দ্রের মোদি সরকারকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত।
জানা গিয়েছে, শাহিন আবদুল্লা নামে এক সাংবাদিক সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। যেখানে তিনি আবেদন জানিয়েছিলেন, শীর্ষ আদালত যেন কেন্দ্রকে ঘৃণাভাষণ বন্ধে পদক্ষেপ করার নির্দেশ দেয়। কারণ এই ধরনে ভাষণে হিংসা ছড়ায়। যার ফলে দেশ জুড়ে কোনও সম্প্রদায়ের মানুষদের হত্যা করা হয়, তাঁদের মিটিং মিছিল বয়কট করা হয়। কয়েকদিন আগেই হরিয়ানার সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারিয়েছেন ছ’জন।
এই প্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব খন্না ও এস ভি এন ভাট্টির বেঞ্চ জানায়, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি থাকা প্রয়োজন। সুপ্রিম কোর্ট বলে, “সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি থাকা উচিৎ। এর জন্য সকলকেই দায়িত্বশীল হতে হবে। তাই কোনও ক্ষেত্রেই ঘৃণাভাষণ কাম্য নয়।”
প্রসঙ্গত, গত মাসে হরিয়ানার গুরুগ্রামের নুহ-তে ‘ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা’র আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। গুরুগ্রাম-আলোয়ার হাইওয়েতে মিছিলে বাধা দেয় একদল যুবক। তাঁরা মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তার জেরেই তুমুল অশান্তি শুরু হয়। গুলি চালানর ঘটনা ঘটে। হামলা চালানো হয় ধর্মীয় স্থানেও। হিংসা কবলে প্রাণ হারান ছয় জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.