Advertisement
Advertisement

Breaking News

আতসবাজিতে নিষেধাজ্ঞা নয়, সুপ্রিম রায়ে স্বস্তিতে বাজি বিক্রেতারা

অনলাইনে বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি৷

Supreme Court: No ban on sale of firecrackers, but with certain conditions
Published by: Tanujit Das
  • Posted:October 23, 2018 11:29 am
  • Updated:October 23, 2018 11:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগে স্বস্তি বাজি বিক্রেতাদের৷ আতসবাজির উপরে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের রায় অনুযায়ী, দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজী৷ একই ভাবে বড়দিন বা ২৫ ডিসেম্বর রাতে ১১টা বেজে ৪৫ মিনিট থেকে ১২টা বেজে ৩০ মিনিট পর্যন্ত পোড়ানো যাবে আতসবাজি৷ তবে প্রতিক্ষেত্রেই পোড়াতে হবে এমন আতসবাজি, যাদের দূষণের মাত্রা কম ও শব্দের মাত্রাও কম৷

[‘নিজের চরকায় তেল দিন’, ইমরানকে কড়া বার্তা নয়াদিল্লির]

পাশাপাশি, অনলাইনে বাজি বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে শীর্ষ আদালত৷ রায়ে বলা হয়েছে, কেবলমাত্র যাঁদের বৈধ লাইসেন্স রয়েছে তাঁরাই বাজি বিক্রি করতে পারবেন৷ অন্য কেউ নয়৷ পাশাপাশি, প্রশাসনকে বাজি কারখানাগুলির উপরে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ সেন্ট্রাল পলিউশন কনট্রোল বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে আতসবাজির দূষণের মাত্রা পরীক্ষার৷ বাজারে যাতে কোনও ভাবেই দূষণকারী আতজবাজি না আসে সেই দিকে নজর দিতে বলা হয়েছে প্রশাসন ও পলিউশন কনট্রোল বোর্ডকে৷

[অমৃতসর দুর্ঘটনায় অনাথ শিশুদের দায়িত্ব নিলেন সিধু]

উল্লেখ্য, গত বছর দীপাবলির সময় নয়দিল্লিতে দূষণ মাত্রা বেড়ে যায়৷ যার প্রভাব পড়ে সেখানকার মানুষের শরীরে৷ ফলে দিল্লিতে আতসবাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট৷ আতসবাজি তৈরির উপরে ও বিক্রি বন্ধের নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ এই নিষেধাজ্ঞা গোটা দেশে চালু করতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিবেশকর্মীরা৷ আবেদনে উল্লেখ করা হয় দিল্লির কথা৷ পাশাপাশি, আতসবাজি বিক্রেতাদের ব্যবসার বিষয়টিও উঠে আসে আবেদনের ক্ষেত্রে৷ উভয় দিক মাথায় রেখেই মঙ্গলবার এই রায় দিল শীর্ষ আদালত৷ এমনই মনে করছে আইনজ্ঞ মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement