Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

শিব সেনার নাম-প্রতীক কার? উদ্ধব শিবিরের মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট

শুনানি হবে ৩১ জুলাই।

Supreme Court list Uddhav Thackeray led appeal on Shiv Sena name and symbol | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 10, 2023 12:20 pm
  • Updated:July 10, 2023 12:20 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) নির্দেশে শিব সেনার (Shiv Sena) নাম-প্রতীক দুই-ই চলে যায় একনাথ শিণ্ডে  (Eknath Shinde) শিবিরে। বড় ধাক্কা খায় দ্বিতীয় পক্ষ উদ্ধব শিবির। কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) এবং তাঁর সঙ্গীরা। সোমবার শীর্ষ আদালত ওই আবেদন গ্রহণ করল। মামলার শুনানি হবে আগামী ৩১ জুলাই।

গত বছরের জুন মাসে মহারাষ্ট্রের (Maharashtra) তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে কমিশনের কাছে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিণ্ডে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে সেই অনুমতি দেয় কমিশন।

Advertisement

[আরও পড়ুন: পুনর্নির্বাচনে জোড়া মৃত্যু, পাট খেত থেকে উদ্ধার BJP কর্মীর দেহ, প্রাণহানি CPM প্রার্থীর শ্বশুরেরও]

যদিও কমিশনকে উদ্ধব বলেছিলেন, “শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।” এরপর গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন (Election Commission)। জানিয়ে দেয়, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। যদিও পড়ে কমিশনের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ে উদ্ধব শিবির।

[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, মৃত অন্তত ২৮, জলের তোড়ে ভাসল গাড়ি]

এর বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেন উদ্ধব ঠাকরে। যদিও শিণ্ডে শিবিরে শিব সেনার অধিকাংশ বিধায়ক থাকায় এবং কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলায় আদালত মামলা শুনবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সোমবার মামলাটি তালিকাবদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। শুনানি হবে ৩১ জুলাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement