ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কতজনকে জেলে ভরবেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে কারাদণ্ড পেয়েছিলেন এক ইউটিউবার। তাঁর আবেদনের ভিত্তিতেই আইনজীবীকে এই প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের প্রশ্ন, ইউটিউবে অভিযোগ আনার ভিত্তিতে যদি কারাদণ্ড দেওয়া হয় তাহলে কতজন জেলবন্দি হবেন?
এ দুরাইমুরুগান নামে ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, নিজের ইউটিউব চ্যানেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন। তার জেরে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তাঁকে। তবে ২০২১ সালের আগস্ট মাসে জামিনও পান। তার পর থেকে জামিনে মুক্ত রয়েছেন দুরাইমুরুগান। কিন্তু মাদ্রাজ হাই কোর্ট এই জামিন বাতিল করে দেয়। সেই নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই ইউটিউবার।
তাঁর আবেদনের শুনানির সময়েই আইনজীবীদের প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এই মামলায় তামিলনাড়ু সরকারের হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি। তাঁকে প্রশ্ন ছুড়ে দিয়ে অভয় এস অকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ বলে, “ইউটিউবে যারা নানা অভিযোগ আনে, লোকসভা নির্বাচনের আগে যদি তাদের কারাদণ্ড দেওয়া হয় তাহলে ভেবে দেখুন কতজনকে জেলে পাঠাতে হবে?”
জামিন দিলেও দুরাইমুরুগানের কার্যকলাপে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে চেয়েছিল তামিলনাড়ু। কারণ জামিনে থাকাকালীনও একাধিকবার এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু সেই আবেদনেও কান দেয়নি আদালত। সুপ্রিম কোর্টের কথায়, কোনও মন্তব্য অবমাননাকর কিনা সেটা বিচার করবে কে? তাই জামিনের রায় বহাল রাখে শীর্ষ আদালত। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন (Lok Sabha 2024)। তার ঠিক আগেই এই নির্দেশ সুপ্রিম কোর্টের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.