সোমনাথ রায়, নয়াদিল্লি: বারবার ইডি তলব নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কিন্তু নীতিগত কারণে মলয় ঘটকের মামলা শুনবেন না বলে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি নিজে কলকাতা হাই কোর্টে বিচারপতি ছিলেন। তাই রাজ্যের আইনমন্ত্রীর মামলা তাঁর শোনা উচিত নয়। বিচারপতি দত্ত প্রধান বিচারপতিকে একথাই জানিয়েছেন বলে সুপ্রিম কোর্ট সূত্রে খবর।
কয়লা পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে ইডির নজরে আইনমন্ত্রী মলয় ঘটক। বহুবার তলব করা হয় তাঁকে। কখনও কলকাতায় রাষ্ট্রপতির সফর, কখনও কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির শপথগ্রহণ, কখনও আবার অসুস্থতার কারণে হাজির দেননি তিনি। কলকাতায় ইডির পূর্ণাঙ্গ দপ্তর থাকা সত্ত্বেও কেন তাঁকে বারবার দিল্লি ডাকা হচ্ছে, এই প্রশ্ন তুলে ও নতুন করে ইডিকে জানানোর মতো কিছু নেই, এই কথা জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থও হন মলয়। সেই সময় ইডিকে বলা হয়, মলয়কে তলব করতে হলে তাঁর সব কর্মসূচির কথা বিচার-বিবেচনা করে অন্তত ১৫ দিন আগে সমন পাঠাতে হবে।
সেই মতো তলব করলেও হাজিরা দেননি মলয় ঘটক। ইমেল করে জানিয়েছিলেন ব্যস্ততার কথা। বারবার ইডি তলবের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কিন্তু নীতিগত কারণে মলয় ঘটকের মামলা শুনবেন না বলে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। কোন বিচারপতি এই মামলা শুনবেন তা এখনও জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.