সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারপতি আবদুল নাজিরের নেতৃত্বে সুপ্রিম কোর্টের (Supreme Court) সাংবিধানিক বেঞ্চে নোট বাতিলকে (Demonetisation) বৈধ বললেও ভিন্ন মন্তব্য করলেন বিচারপতি বি ভি নাগারত্না (B V Nagarathna)। তিনি এই সিদ্ধান্তকে ‘বেআইনি’ বললেন। তাঁর মতে, যে লক্ষ্যে নোটবন্দি করা হয়, তা আদৌ পূরণ হয়নি। যদিও সাংবিধানিক বেঞ্চের বাকি চার বিচারপতি নাগারত্নার সঙ্গে একমত হননি।
২০২২ সালের অক্টোবর মাস থেকে নোট বাতিলের মামলা চলছে বিচারপতি আবদুল নাজিরের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। অন্য চার বিচারপতিরা হলেন বি আর গাভাই, বিচারপতি এএ স বোপান্না, বিচারপতি ভি সুব্রহ্মণ্যম এবং বিচারপতি বি ভি নাগারত্না। বিচারপতি নাগারত্না একমত হননি বাকিদের সঙ্গে। তাঁর মতে, ৬ বছর আগের ওই সিদ্ধান্ত ছিল ‘বেআইনি’। বিচারপতি নাগারত্না বলেন, “আমার চোখে নভেম্বরের ৮ তারিখে নোট বাতিলের ঘোষণা ছিল বেআইনি। তবে ২০১৬ সালের সিদ্ধান্তকে এখন আর বাতিল করা সম্ভব নয়।” যোগ করেন, এটা “ক্ষমতার প্রয়োগ, আইনের পরিপন্থী। তাই বেআইনি।”
প্রসঙ্গত, নোট বাতিল নিয়ে ৫৮টি মামলা চলছিল সুপ্রিম কোর্টে। এদিন তার রায় দেয় শীর্ষ আদালত। পাঁচ বিচারপতির সাংবিধানিক জানায়, নোট বাতিলের সিদ্ধান্তে আইনত বৈধ ছিল। আরও বলা হয় রিজার্ভ ব্যাংকের সঙ্গে ছ’মাস ধরে আলোচনার পরেই নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এইসঙ্গে এদিন নোটবন্দী বিরোধি যাবতীয় মামলা খারিজ করে শীর্ষ আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.