সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর মিম বানানোর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে মুক্তি দিতে গড়িমসি করার অভিযোগে সুপ্রিম কোর্টের নোটিস পেল রাজ্য। প্রিয়াঙ্কার তরফে তাঁর ভাই অভিযোগ করেছিলেন, সর্বোচ্চ আদালত প্রিয়াঙ্কাকে মুক্তির নির্দেশ দেওয়ার পরও রাজ্য সরকার তাঁকে ছাড়তে গড়িমসি করেছে। এবং আদালতের নির্দেশ হাতে আসার অনেক পরে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে একটি আদালত অবমাননার মামলা করেছিলেন ওই বিজেপি নেত্রীর ভাই। তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই এবার রাজ্য সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।
মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বিজেপি যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। বিজেপির দাবি ছিল, বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়াঙ্কাকে। গ্রেপ্তারির প্রতিবাদে সুপ্রিম কোর্টেও যায় প্রিয়াঙ্কার পরিবার। আদালত ওই বিজেপি কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। আদালত জানায়, প্রিয়াঙ্কা শর্মাকে মিম বানানোর জন্য ক্ষমা চাইতে হবে। অন্যদিকে, রাজ্যকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে প্রিয়াঙ্কাকে মুক্তি দিতে হবে। ক্ষমা চাওয়াটা মোটেই শর্ত নয়।
কিন্তু প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ার বয়ানে সই করিয়ে নেওয়া হয়েছে। এবং সুপ্রিম কোর্টের অর্ডার হাতে আসার পরও তাঁকে ছাড়তে দেরি করেছে রাজ্য সরকার। এই অভিযোগে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় প্রিয়াঙ্কার ভাই। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার-সহ মামলার সঙ্গে যুক্ত অন্যান্যদের আদালত অবমাননার নোটিস দিয়েছে। এবং ৪ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, মেট গালার ব়্যাম্পে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুখের উপর ফটোশপের মাধ্যমে মুখ্যমন্ত্রীর মুখ বসিয়ে, ছবি বিকৃত করে সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন হাওড়া বিজেপির যুব মোর্চার নেত্রী বছর ছাব্বিশের প্রিয়াঙ্কা শর্মা৷ তার জেরে হাওড়া আদালতের নির্দেশে তাঁকে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হয়৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ (মানহানি), ৬৬এ (আপত্তিকর মেসেজ) ও জামিন অযোগ্য ধারা ৬৭ এ-তে মামলা দায়ের করা হয়।
Supreme Court issues notice to West Bengal Govt on a contempt plea filed by brother of BJP Youth Wing Convenor Priyanka Sharma who was arrested for sharing a meme of Mamata Banerjee, alleging despite SC’s orders for her immediate release, she wasn’t released by police immediately pic.twitter.com/BPsQENPj5i
— ANI (@ANI) July 1, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.