সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট চলাকালীন ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান নিয়ে বিপাকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আদালতের রায়ের অপব্যাখ্যার অভিযোগে তাঁর কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবারের মধ্যে জবাব দিতে হবে কংগ্রেস সভাপতিকে।
ঘটনাটি ঠিক কী? যুদ্ধবিমান রাফালে কেনা নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলেছে বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভা ভোটের প্রচারে যেখানেই তিনি সভা করছেন, সেখানেই এই স্লোগান শোনা যাচ্ছে। কিন্তু ঘটনা হল, ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, রাফালে চুক্তিতে কোনও অনিয়ম বা স্বজনপোষণ হয়নি। রাফালে মামলার রায় পুনর্বিবেচনার আরজি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাঁদের অভিযোগ, অসত্য তথ্য পেশ করে আদালতকে ভুল পথে পরিচালনা করেছে কেন্দ্র। ২১ ফ্রেরুয়ারি সেই মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত।
এদিকে আবার রাফালে যুদ্ধবিমান কেনা সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে সংবাদমাধ্যমে। সেই তথ্য সুপ্রিম কোর্টে পেশ করেছেন মামলাকারীরা। শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে, প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাফালে ফাইল চুরি হয়ে গিয়েছে। সেই তথ্য যদি সকলের সামনে চলে আসে, তাহলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই রাফালে রায় পুনর্বিবেচনার মামলা খারিজ হয়ে দেওয়া হোক। কিন্তু সেই আপত্তি ধোপে টেকেনি। গত বুধবার কেন্দ্রের আরজি খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র ডিভিশন বেঞ্চ। আদালতের রায়কে হাতিয়ার করে প্রচারে মোদির সরকারের বিরুদ্ধে সুর আরও চড়ান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রকাশ্যে জনসভার দাবি করেন যে, সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে ‘চৌকিদার চোর হ্যায়’ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চোর! রাহুলের বিরুদ্ধে রায়ের অপব্যাখ্যার অভিযোগে আদালত অবমাননার মামলা করেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। সেই মামলাতেই রাহুল গান্ধীর কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছেন, রাফালে রায় পুনর্বিবেচনা মামলায় স্রেফ কেন্দ্রের আবেদন খারিজ করা হয়েছে। কিন্তু, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত কোনও মন্তব্য করেনি।
Rahul Gandhi has to file a reply in Supreme Court before Monday. The Court fixed the matter for further hearing on Monday, April 22. https://t.co/qwEDJxMj86
— ANI (@ANI) 15 April 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.