Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

ধর্ষণের জেরে সাত মাসের অন্তঃসত্ত্বা, নাবালিকার গর্ভপাতের বেনজির আবেদন সুপ্রিম কোর্টে

ভ্রুণের বয়স ২৪ সপ্তাহের বেশি হলেই গর্ভপাত বেআইনি।

Supreme Court hears plea to terminate 28-week pregnancy of a raped minor
Published by: Kishore Ghosh
  • Posted:April 19, 2024 9:18 pm
  • Updated:April 19, 2024 9:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ সপ্তাহের বেশি হলেই অন্তঃসত্ত্বাকে গর্ভপাতে অনুমতি দেয় না আইন। তথপি ২৮ সপ্তাহের এক অন্তঃসত্ত্বার গর্ভপাতের আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয় ১৪ বছরের ওই নাবালিকা। বম্বে হাই কোর্টে গর্ভপাতের আবেদন খারিজ হওয়ার পর শীর্ষ আদালতে দ্রুত শুনানির আবেদন করেন নির্যাতিতার মা। শুক্রবার বেনজির ওই আবেদন শুনলেন বিচারপতিরা।

৪ এপ্রিল নাবালিকা ও তাঁর মায়ের আবেদন খারিজ করেছিল বম্বে হাই কোর্ট। আদালত যুক্তি দেয়, সাত মাসের অন্তঃসত্ত্বার গর্ভপাতে জীবিত শিশুর জন্ম হবে। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পরিবারটি। বিচারপতি জে বি পর্দিওয়ালা এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে আবেদনে নাবালিকার মা জানান, মেয়ের কোনও রকম শারীরিক পরীক্ষা ছাড়াই মেডিক্যাল বোর্ড নিজেদের মতামত জানিয়েছিল বম্বে হাই কোর্টকে। 

Advertisement

[আরও পড়ুন: প্রাগৈতিহাসিক! ভারতের মাটিতে মিলল বিশ্বের ‘দীর্ঘতম’ সাপের জীবাশ্ম]

শুক্রবার বিকেল ৫টা নাগাদ জরুরি শুনানি হয় নাবালিকার মামলার। দুই বিচারপতির বেঞ্চ জানায়, ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়া নাবালিকার শারীরিক ও মানসিক অবস্থার কথা উল্লেখ করা হয়নি মেডিক্যাল বোর্ডের রিপোর্টে। এর পরই মহারাষ্ট্র প্রশাসনকে নতুন করে চেকআপের জন্য নাবালিকাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। গর্ভপাতে নাবালিকার ক্ষতি হতে পারে কিনা তাও জানতে চেয়েছে আদালত। আগামী ২২ এপ্রিল এই বিষয়ে চিকিৎসকদের থেকে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।

 

[আরও পড়ুন: নারায়ণমূর্তির পাঁচ মাসের নাতিও ধনকুবের! শেয়ার বাজার থেকেই আয় হল ৪.২ কোটি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement