সোমনাথ রায়, নয়াদিল্লি: পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি সময় দিতে না পারায় মঙ্গলবারের পরিবর্তে বুধবার এই মামলা শুনবে শীর্ষ আদালত। জানা গিয়েছে, রাষ্ট্রপতির আমন্ত্রণে এদিন বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়। যার জেরেই পিছিয়ে যায় এই মামলা।
কথা ছিল মঙ্গলবার তিনটের সময় শুরু হবে আর জি কর মামলার শুনানি। সেই মতো প্রস্তুত ছিল সব পক্ষ। সকাল থেকে একাধিক মামলার শুনানি চলছিল শীর্ষ আদালতে। তালিকায় শেষের দিকে ছিল আর জি কর মামলা। এদিকে বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। বিশেষ কারণে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই আমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার জেরে সময়ের অভাবের এই মামলা শুনতে পারেননি চন্দ্রচূড়। আগামিকাল মামলার শুনানির তালিকায় আর জি কর মামলাকে দিনের প্রথম মামলা হিসেবে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সেক্ষেত্রে সকাল সাড়ে দশটায় শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে ছিল আর জি কর মামলার শুনানি। সেখানে চিকিৎসকদের তরফে অভিযোগ করা হয়, ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার। এদিকে আর জি কর মামলায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঞ্জয়ও একজন সিভিক। এই প্রেক্ষিতে মামলায় শেষ শুনানিতে সিভিক নিয়োগ, কর্মপদ্ধতি, বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় হাসপাতাল ও স্কুলের মতো জায়গায় সিভিক নিয়োগ করা যাবে না। আদালতের নির্দেশ মতো মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দেয় রাজ্য সরকার। তবে শেষ পর্যন্ত পিছিয়ে গেল এই মামলা।
উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন চন্দ্রচূড়। আগামী ৮ নভেম্বর শুক্রবার শেষ বেঞ্চ বসতে চলেছে তাঁর। ফলে অনুমান করা হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার মঙ্গলবারই শেষ বার আরজি কর মামলা শুনবেন ডি ওয়াই চন্দ্রচূড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.