Advertisement
Advertisement

Breaking News

পুরুষদের জন্য জাতীয় কমিশন চেয়ে জনস্বার্থ মামলা, শুনবে সুপ্রিম কোর্ট

শুনানির দিন আগামী ৩ জুলাই ধার্য করল সুপ্রিম কোর্ট।

Supreme Court hear a pil for setting up of National Commission for men। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 1, 2023 9:11 am
  • Updated:July 1, 2023 9:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ-পরবর্তী পারিবারিক সমস‌্যা, গার্হ‌স্থ‌্য হিংসা প্রভৃতির জেরে বিবাহিত পুরুষের আত্মহত‌্যার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে দেশজুড়ে। এমন ঘটনার বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণ এবং পুরুষদের জন‌্য জাতীয় কমিশন গঠনের দাবিতে সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। তার শুনানির দিন আগামী ৩ জুলাই ধার্য করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে–বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলার শুনানি সোমবারের জন‌্য তালিকাভুক্ত করেছেন। 

জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী মহেশকুমার তিওয়ারি। ন‌্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ২০২১ সালের পরিসংখ‌্যান তুলে ধরে আবেদনে তিনি জানিয়েছেন, ওই বছর দেশে আত্মঘাতী হয়েছিলেন ১,৬৪,০৩৩ জন। তার মধ্যে ৮১,০৬৩ জনই ছিলেন বিবাহিত পুরুষ আর ২৮,৬৮০ জন বিবাহিতা মহিলা।

Advertisement

[আরও পড়ুন:পাখির চোখ লোকসভা ভোট, জোরালো সংগঠনে রদবদলের সম্ভাবনা, বৈঠকে বিজেপির শীর্ষনেতৃত্ব]

পিটিশনে আরও বলা হয়েছে, ২০২১ সালে পারিবারিক সমস‌্যার কারণে অন্তত ৩৩.২ শতাংশ বিবাহিত পুরুষ আত্মহত‌্যার পথ বেছে নিয়েছেন। আর ৪.৪ শতাংশ বিবাহিত পুরুষ আত্মঘাতী হয়েছেন বিবাহ সংক্রান্ত নানা সমস‌্যার জেরে। চলতি বছরে ১,১৮,৯৭৯ জন পুরুষ আত্মহত‌্যা করেছেন (অন্তত ৭২ শতাংশ) আর ৪৫,০২৬ জন মহিলা আত্মহত‌্যা করেছেন (অন্তত ২৭ শতাংশ)।

এই পরিসংখ‌্যান তুলে ধরে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে মামলাকারী আইনজীবীর দাবি, বিবাহিত পুরুষদের আত্মঘাতী হওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ এবং পুরুষরা যাতে গার্হস্থ‌্য হিংসার অভিযোগ জানাতে পারেন–সে বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক তারা। আইনজীবী মহেশকুমার তিওয়ারির আবেদন, গার্হস্থ‌্য হিংসার শিকার হওয়া বিবাহিত পুরুষদের আত্মহত‌্যা রুখতে মানবাধিকার কমিশন যেন যথাযথ পদক্ষেপ নেয়। শুধু তাই নয়, জাতীয় মহিলা কমিশনের আদলে জাতীয় পুরুষ কমিশন গঠনের বিষয়টিও যেন যথাযথ গুরুত্ব দিয়ে বিচার করে শীর্ষ আদালত।

[আরও পড়ুন: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্র, কোন কোন ক্ষেত্রে বৃদ্ধি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement