Advertisement
Advertisement

Breaking News

Gyanvapi Mosque Supreme Court

আপাতত স্থগিত জ্ঞানবাপীর বৈজ্ঞানিক সমীক্ষা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বৈজ্ঞানিক সমীক্ষার বিরোধিতা করে মামলা দায়েরের অনুমতি মসজিদ কর্তৃপক্ষকে।

Supreme Court halts ASI procedure at Gyanvapi Mosque for two days | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 24, 2023 12:07 pm
  • Updated:July 24, 2023 12:29 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) চত্বরে আগামী বুধবার পর্যন্ত কোনও কাজ করতে পারবে না এএসআই (ASI)। সোমবার এই কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার সকালেই মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদের ম্যানেজমেন্ট কমিটি। তাদের আইনজীবীকে শীর্ষ আদালত জানিয়ে দেয়, আগামী বুধবার অর্থাৎ ২৬ জুলাইয়ের মধ্যে বৈজ্ঞানিক সমীক্ষার বিরোধিতা করে এলাহাবাদ হাই কোর্টে (Allahabad High Court) মামলা দায়ের করতে হবে।

গত ২১ জুলাই বারাণসীর (Varanasi) জেলা আদালত জানিয়ে দেয়, মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’ বাদে বাকি অঞ্চলের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই নির্দেশ মেনেই সোমবার শুরু হয় সমীক্ষার কাজ। তারপরেই এই সমীক্ষা স্থগিত করতে চেয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় জ্ঞানবাপী মসজিদের ম্যানেজিং কমিটি। তাদের তরফে বলা হয়, আগেও কার্বন ডেটিংয়ের নির্দেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। ১৫০০ সালে তৈরি মসজিদে সমীক্ষা করা নিয়ে এত তাড়াহুড়ো করা অর্থহীন বলেই দাবি করেন কমিটির আইনজীবী।

Advertisement

[আরও পড়ুন: শহরে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত, স্বাগত জানাতে মাঝরাতেই বিমানবন্দরে লাল হলুদ জনতার ঢল]

অন্যদিকে, উত্তরপ্রদেশ সরকারের তরফে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, আপাতত ছবি তোলা ও মসজিদ চত্বর মেপে দেখছে এএসআই। খননকাজের মতো পদক্ষেপ এখনই করা হবে না। তবে এই সওয়াল শোনার পরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বারাণসী আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মসজিদ কমিটি এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করুক। সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দেয়, আগামী ২৬ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত জ্ঞানবাপীতে কোনও কাজ করতে পারবে না এএসআই। বারাণসী আদালতের নির্দেশ স্থগিত করে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের নির্দেশের পরেই হিন্দু পক্ষের আইনজীবী জানান, এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হবেন তাঁরাও। কারণ জ্ঞানবাপী মসজিদের প্রকৃত তথ্য জানতে এএসআই সমীক্ষা খুবই প্রয়োজনীয়। অন্যদিকে বারাণসীর জেলাশাসক বলেন, আদালতের নির্দেশ মেনেই কাজ করবে প্রশাসন।

[আরও পড়ুন: রোহিতদের দাপট, কুম্বলে-হরভজনকে টপকালেন অশ্বিন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement