সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের দাবি নস্যাৎ করে নয়া সংসদ ভবন নির্মাণের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্নের প্রকল্প ‘সেন্ট্রাল ভিসটা প্রজেক্ট’-কে সবুজ সংকেত দেয় শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ।
এদিনের রায়ে রীতিমতো স্বস্তি পেয়েছে মোদি সরকার। গোড়া থেকেই নয়া সংসদ ভবনের নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। প্রশ্ন উঠেছে, করোনা সংকটের মধ্যে নয়া ভবন নির্মাণ কতটা জরুরি এবং যুক্তিসঙ্গত। এহেন বিপুল নির্মাণে পরিবেশ দূষণ ও জমির ব্যবহারে পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই প্রশ্ন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। শেষমেশ মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এদিন সেই মামলায় রায় দিল দেশের শীর্ষ আদালত। তবে বাকি দুই বিচারপতির সঙ্গে একমত হতে পারেননি বিচারপতি সঞ্জীব খান্না। পরিবেশ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দেওয়ার বিষয়ে তাঁর আপত্তি রয়েছে। এদিকে, নয়া নির্মাণে ছাড়পত্র দিলেও বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট। নির্মাণস্থলে দূষণ রোধে অ্যান্টি-স্মোগ গান ও স্মোগ টাওয়ার বসানোর নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে নয়া সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালের মধ্যে নতুন সংসদ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্র নিয়েছে মোদি সরকার। নতুন ভবন তৈরি হলে লোকসভায় (Lok Sabha) বসতে পারবেন একসঙ্গে ৮৮৮ জন সদস্য। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন সদস্য। আগামিদিনে সংসদের দুই কক্ষে সদস্য সংখ্যা বাড়ানোর জন্যই এমন বন্দোবস্ত বলে মনে করা হচ্ছে। নতুন সংসদ ভবন তৈরির জন্য দরপত্র আগেই ডাকা হয়েছিল। দরপত্র দিয়েছিল লারসেন অ্যান্ড টুবরো, সাপুরজি-সহ মোট সাতটি সংস্থা। ভবন তৈরির জন্য সর্বোচ্চ খরচ ধরা হয়েছিল ৯৭১ কোটি টাকা। তবে সবচেয়ে কম দর হেঁকে বরাত পেয়েছে টাটা গোষ্ঠী (Tata Group)। সংসদের ভিতরে থাকবে আত্মনির্ভর ভারতের মন্দির। যেখানে বিবিধের মাঝে মিলনের উদাহরণ তুলে ধরা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.