Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

ডারউইন-আইনস্টাইনের তত্ত্বকে চ‌্যালেঞ্জ, মামলা খারিজ শীর্ষ আদালতে

'আপনার বিশ্বাস নিয়ে সুপ্রিম কোর্টের কিছু যায় আসে না', মন্তব্য বিচারপতিদের।

Supreme Court dismisses man's plea challenging Charles Darwin's and Albert Einstein's theory | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 15, 2023 6:57 pm
  • Updated:October 15, 2023 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার্লস ডারউইন ও আইনস্টাইনের মতো প্রবাদপ্রতিম বিজ্ঞানীদের তত্ত্বকে চ‌্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একটি জনস্বার্থ মামলায় ডারউইনের ‘বিবর্তনবাদ’ ও আইনস্টাইনের ‘আপেক্ষিক তত্ত্ব’কে চ‌্যালেঞ্জ জানানো হয়। শুক্রবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত বলে, বিজ্ঞানের বিশ্বাসকে চ‌্যালেঞ্জ (Challenge) করে কোর্টে কোনও পিটিশন করা যাবে না।

বিচারপতি সঞ্জয় কিষাণ কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন, ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারা অনুযায়ী বৈজ্ঞানিক বিশ্বাস বা তত্ত্বকে চ‌্যালেঞ্জ জানিয়ে রিট পিটিশন দাখিল করা যায় না। মামলাকারী রাজ কুমার মনে করেন, ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব (Theory of Relativity) ভুল। তিনি এগুলি ভুল প্রমাণ করার জন‌্য একটি মঞ্চ চাইছেন। এটা যদি তাঁর নিজের বিশ্বাস হয়, তাহলে তিনি তা নিজে নিজেই প্রচার করতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রস্তুত তো? আরও অনেক কিছু হবে’, ইজরায়েলি সেনাকে কীসের ইঙ্গিত নেতানিয়াহুর?]

শুনানিতে গেরুয়া পোশাক পরে রাজ কুমার এজলাসে এসে বলেন, “আমি স্কুল-কলেজে এই দুই বিজ্ঞানীর যে তত্ত্ব পড়েছি, তা বেঠিক।” এটা শুনে বেঞ্চের তরফে বলা হয়, “তাহলে আপনি আপনার তত্ত্বকে আরও ভালো করে তৈরি করুন। সুপ্রিম কোর্ট তো নিষেধ করেনি। আপনার বিশ্বাস নিয়ে সুপ্রিম কোর্টের কিছু যায় আসে না।”

[আরও পড়ুন: রোহিত-বিরাটে মজে সি ভি আনন্দ বোস, পাকিস্তান ‘বধে’র পরই ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement