সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার্লস ডারউইন ও আইনস্টাইনের মতো প্রবাদপ্রতিম বিজ্ঞানীদের তত্ত্বকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একটি জনস্বার্থ মামলায় ডারউইনের ‘বিবর্তনবাদ’ ও আইনস্টাইনের ‘আপেক্ষিক তত্ত্ব’কে চ্যালেঞ্জ জানানো হয়। শুক্রবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত বলে, বিজ্ঞানের বিশ্বাসকে চ্যালেঞ্জ (Challenge) করে কোর্টে কোনও পিটিশন করা যাবে না।
বিচারপতি সঞ্জয় কিষাণ কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন, ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারা অনুযায়ী বৈজ্ঞানিক বিশ্বাস বা তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়ে রিট পিটিশন দাখিল করা যায় না। মামলাকারী রাজ কুমার মনে করেন, ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ও আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব (Theory of Relativity) ভুল। তিনি এগুলি ভুল প্রমাণ করার জন্য একটি মঞ্চ চাইছেন। এটা যদি তাঁর নিজের বিশ্বাস হয়, তাহলে তিনি তা নিজে নিজেই প্রচার করতে পারেন।
শুনানিতে গেরুয়া পোশাক পরে রাজ কুমার এজলাসে এসে বলেন, “আমি স্কুল-কলেজে এই দুই বিজ্ঞানীর যে তত্ত্ব পড়েছি, তা বেঠিক।” এটা শুনে বেঞ্চের তরফে বলা হয়, “তাহলে আপনি আপনার তত্ত্বকে আরও ভালো করে তৈরি করুন। সুপ্রিম কোর্ট তো নিষেধ করেনি। আপনার বিশ্বাস নিয়ে সুপ্রিম কোর্টের কিছু যায় আসে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.