সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সম্পর্কিত বিবিসির তথ্যচিত্র ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে বিতর্ক চলছেই। এই পরিস্থিতিতে দেশে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করার আরজি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শুক্রবার শীর্ষ আদালত হিন্দু সেনার সেই মামলা খারিজ করে দিল। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হল, ভুল ধারণাকে ভিত্তি করে এই মামলা করা হয়েছিল।
কট্টর হিন্দুত্ববাদী দল হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্তা মামলাটি করেছিলেন। এদিন সেটি খারিজ করার সময় সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঞ্চ বলে, ”কী করে একটি তথ্যচিত্র দেশে প্রভাব ফেলতে পারে?” আবেদনকারীদের আইনজীবী পিঙ্কি আনন্দ সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছিলেন, এই তথ্যচিত্রে ইচ্ছাকৃত ভাবে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে। এই তথ্যচিত্রের পিছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে, এই দাবি করে শীর্ষ আদালতকে এবিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার আরজিও জানানো হয়েছিল। কিন্তু শুক্রবার মামলাটি খারিজ করার সময় বিচারপতিরা বলেন, ”এই আরজি একেবারেই ভুল ধারণা থেকে করা। সুপ্রিম কোর্ট কীভাবে এই ধরনের নির্দেশ দিতে পারে?”
Supreme Court dismisses a PIL seeking complete ban on the British Broadcasting Corporation (BBC) and BBC India from operating from Indian territory in wake of airing the documentary titled, ‘India: The Modi Question’ relating to the 2002 Gujarat riots. pic.twitter.com/gsuCPG11aM
— ANI (@ANI) February 10, 2023
প্রসঙ্গত, হিন্দু সেনার সমর্থকরা নয়াদিল্লির কস্তুরবা গান্ধী মার্গে অবস্থিত বিবিসির দপ্তরের সামনে পোস্টার লাগিয়েও এই দাবি তুলেছিল আগে। বিষ্ণু গুপ্তা জানিয়েছিলেন, ”বিবিসি এই দেশের ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক। বিবিসিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।” উল্লেখ্য, এর আগে ‘এমার্জেন্সি’র সময় ১৯৭৫ সালে ভারতে বিবিসিকে (BBC) নিষিদ্ধ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কিন্তু এবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মামলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.