Advertisement
Advertisement
Supreme Court

‘কিশোরীদের যৌন সংযম’, হাই কোর্টের সেই বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ শীর্ষ আদালতে

ধর্ষণ মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্তকে বেকসুর খালাসের রায়ও বাতিল করেছে শীর্ষ আদালত।

Supreme Court dismissed Calcutta High Court order

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:August 20, 2024 3:29 pm
  • Updated:August 20, 2024 3:29 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: ‘নাবালিকাদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করা উচিত।’ গত বছর এক ধর্ষণ মামলার পর্যবেক্ষণে এমনই মন্তব্য করেছিল কলকাতা হাই কোর্ট। আদালতের সেই বিতর্কিত পর্যবেক্ষণ মঙ্গলবার খারিজ করল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি সেই মামলায় অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। যা খারিজ হয় হাই কোর্টে। উচ্চ আদালতের সেই রায় খারিজ করে এদিন নিম্ন আদালতের রায় পুনর্বহাল করেছে সুপ্রিম কোর্ট।

গত ১৮ অক্টোবর এক ধর্ষণ মামলার শুনানি ছিল আদালতে। যেখানে এক কিশোরীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। সেই মামলায় নিম্ন আদালত যুবককে দোষী সাব্যস্ত করলেও হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ তাঁকে বেকসুর খালাস করে। একই সঙ্গে কিছু বিতর্কিত পর্যবেক্ষণ রাখেন বিচারপতি। আদালত বলে, কিশোরীদের উচিত যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করা। দু মিনিটের তৃপ্তির জন্য কোনওভাবেই নিয়ন্ত্রণ হারানো উচিত নয়। পাশাপাশি আরও বলা হয়, কিশোরদের উচিত কিশোরী, মহিলাদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো। সেই মামলায় পকসো ধারায় মামলা দায়ের নিয়েও উদবেগ প্রকাশ করে হাই কোর্ট।

Advertisement

[আরও পড়ুন: ‘অনুমতি ছাড়া অরুণাচলে প্রবেশ নয়’, ‘বহিরাগত’ রুখতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

তবে মঙ্গলবার এক স্বতঃপ্রণোদিত হাই কোর্টের সেই বিতর্কিত পর্যবেক্ষণ বাতিল করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি নিম্ন আদালতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার যে নির্দেশ হাইকোর্ট বাতিল করেছিল তা খারিজ নিম্ন আদালতের রায় পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জল ভুঁইয়ার বেঞ্চ জানায়, কী ভাবে রায় লিখতে হবে, তার নির্দেশিকা জারি করা হয়েছে। কিশোর-কিশোরীদের সম্পর্কিত মামলায় বিশেষ সংবেদনশীল এবং সতর্ক থাকতে হবে।

[আরও পড়ুন: ‘আমেরিকাকে সেরাটা দিয়েছি’, বিদায় ভাষণে কেঁদে ফেললেন আবেগঘন বাইডেন]

পাশাপাশি ওই মামলায় দোষী যুবকের কী শাস্তি হবে তা ঠিক করতে এক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। কমিটির সুপারিশ অনুযায়ী শাস্তি দেওয়া হবে দোষীকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement