Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

সিবিআইয়ের মামলায় সুপ্রিম অস্বস্তি কেজরির, শীর্ষ আদালতেও মিলল না জামিন

হাই কোর্টে হতাশ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপ সুপ্রিমো।

Supreme Court denies interim bail to Arvind Kejriwal in CBI arrest case
Published by: Biswadip Dey
  • Posted:August 14, 2024 12:50 pm
  • Updated:August 14, 2024 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআইয়ের আনা দুর্নীতি মামলায় জামিন পেলেন না জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল। হাই কোর্টে হতাশ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ সুপ্রিমো। কিন্তু শীর্ষ আদালতেও খারিজ হয়ে গেল জামিনের আর্জি।

আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর গত ২১ মার্চ থেকে জেলবন্দি কেজরিওয়াল (Arvind Kejriwal)। মাঝে কিছুদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়ে লোকসভা ভোটের প্রচার সারেন তিনি। এর পর ফের আত্মসমর্পণ করেন। যদিও তিহাড়ে বন্দি অবস্থাতেই মুক্তির লড়াই চালাচ্ছিলেন কেজরিওয়াল। কিছুদিন আগে ইডির মামলায় শীর্ষ আদালত জামিন দেয় কেজরিওয়ালকে। তবে জামিনে মুক্তির আগেই কেজরিকে জেলেই গ্রেপ্তার করে সিবিআই। ফলে সিবিআই ফাঁসে আটকা পড়ে জেলমুক্তির অধরাই থেকে যায়।

Advertisement

[আরও পড়ুন: RG Kar কাণ্ড LIVE UPDATE: এবার সিবিআইয়ের জালে ধৃত সঞ্জয়! আনা হল সিজিও-তে]

নতুন করে ফের সিবিআইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন দিল্লির মুখ্যমন্ত্রী। জামিন চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। যদিও আদালত জানিয়ে দেয়, সিবিআইয়ের গ্রেপ্তারি মোটেই অবৈধ নয়। গ্রেপ্তারির পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে এজেন্সির হাতে। ৫ আগস্ট এই মামলায় হাই কোর্টে কেজরির আবেদন খারিজ হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এদিন শীর্ষ আদালত সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে। আগামী ২৩ অগস্ট মামলার পরবর্তী শুনানি। সে দিনই সিবিআইকে কেজরীওয়ালের জামিন প্রসঙ্গে বক্তব্য জানাতে হবে। এদিন বিচারপতিরা জামিনের আর্জি শোনেননি। 

[আরও পড়ুন: নবান্নে কুড়মি নেতাদের সঙ্গে বৈঠক, ‘কেন্দ্রের জন্যই আটকে উপজাতি স্বীকৃতি’, জানালেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement