সোমনাথ রায়, নয়াদিল্লি: আর একতরফা স্থায়ী উপাচার্য নিয়োগ নয়। এই ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। এবার স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করে দেবে খোদ সর্বোচ্চ আদালত। ওই কমিটিতে থাকার জন্য রাজ্য, রাজ্যপাল এবং ইউজিসিকে কমপক্ষে ৩-৫জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে নাম পাঠাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের মধ্যে এখনও সংঘাতের আবহ। বেশ কয়েকদিন আগে ঠিক এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। ওই মামলার সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে একতরফা উপাচার্য নিয়োগের অভিযোগ করেছিল রাজ্য সরকার। ওই মামলার শুনানিতে শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী মনু সিংভি অভিযোগ করেন, বারবার আবেদন সত্ত্বেও রাজ্যপাল আলোচনায় বসার ক্ষেত্রে সাড়া দেননি রাজ্যপাল। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় না বসায় বিচারপতিদের প্রশ্নের মুখে রাজ্যপালের আইনজীবী। পালটা রাজ্যপালের আইনজীবী অভিযোগের সুরে জানান, প্রকাশ্যে রাজ্যপালকে আক্রমণ করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “আপনাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। ব্যক্তিগত সম্মান বা ইগো ভুলে যান। আমাদের উদ্বেগের বিষয় শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রীরা। আপনি সহযোগিতা না করলে সমস্যার জট কাটবে না।” এরপর সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আর একতরফা উপাচার্য নিয়োগ করা যাবে না। সুপ্রিম কোর্টের তরফে গঠন করে দেওয়া হবে সার্চ কমিটি। তিনটি আলাদা প্যানেল থেকে একটি সার্চ কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করবে এই কমিটি। এদিকে, সুপ্রিম কোর্টের রায়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে সন্তোষপ্রকাশ করেছেন তিনি। সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.