সোমনাথ রায়, নয়াদিল্লি: অনশনরত কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের স্বাস্থ্য নিয়ে ফের উদ্বেগপ্রকাশ করল সুপ্রিম কোর্ট। অবিলম্বে দাল্লেওয়ালের মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এই মর্মে পাঞ্জাব সরকারকে নির্দেশ দিল শীর্ষ আদালত।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি, কৃষিঋণ মকুব, পেনশন চালু করা-সহ কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের অন্নদাতারা। চাপ বাড়াতে ২৬ নভেম্বর থেকে আমরণ অনশন করছেন দাল্লেওয়াল। দেড় মাস পেরিয়েও অনশনে অনড় তিনি। খানাউরি সীমানায় তাঁর সমর্থনে ট্রাক্টর, ট্রলি, লরি নিয়ে এসে ভিড় করেছেন হাজার হাজার কৃষক।
লাগাতার অনশন চালিয়ে যাওয়ায় তাঁর স্নায়ুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওজন কমে গিয়েছে অনেকটা। চিকিৎসকদের একটি দল সারাক্ষণ নজরদারি চালাচ্ছে কৃষকনেতার শারীরিক অবস্থার উপর। তাঁদের মতে, অতি দ্রুত তাঁকে আইসিইউ-তে ভর্তি করা উচিত। কিন্তু তিনি চিকিৎসা নিতে নারাজ। এর আগে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, পাঞ্জাব সরকারকে ওই কৃষকনেতার সঙ্গে কথা বলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেয়। হাসপাতালে ভর্তি না হলেও পাঞ্জাবের চিকিৎসক দল তাঁর দেখাশোনা করছে।
এদিন সুপ্রিম কোর্টে পাঞ্জাব সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান, দাল্লেওয়ালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁর হিমগ্লোবিন এবং প্লেটলেটের মাত্রা বাড়ছে। পালটা শীর্ষ আদালত প্রশ্ন করে, “আপনারা কি বিশেষজ্ঞ?” এর পরই সুপ্রিম কোর্ট দাল্লেওয়ালের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.