সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটপ্রচারে কাকা শরদ পওয়ারের (Sharadh Pawar) নাম এবং ছবি ব্যবহার করতে পারবে না এনসিপির অজিত পওয়ার গোষ্ঠী। লোকসভা ভোটের আগে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় শীর্ষ আদালত বলছে, অজিত পওয়ার গোষ্ঠীর এনসিপির পুরনো প্রতীক ‘ঘড়ি’ও ব্যাবহার করা উচিত নয়।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অজিত পওয়ার গোষ্ঠীকে নির্দেশ দিল, তাঁদের আদালতে লিখিত হলফনামায় জানাতে হবে ভোটপ্রচারের সময় কোনওভাবে শরদ পওয়ারের নাম বা ছবি তাঁরা ব্যবহার করবে না। প্রত্যক্ষভাবে তো নয়ই, পরোক্ষভাবেও যেন শরদ পওয়ারের নাম ও ছবি অজিত গোষ্ঠী ব্যবহার না করে, সেটা নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশ, অজিত গোষ্ঠী যেন নিজেদের জন্য এনসিপির পুরনো প্রতীক ‘ঘড়ি’ ছাড়া অন্য কোনও প্রতীক বেছে নেয়। কারণ ঘড়ি প্রতীক ব্যবহার করলেও ভোটারদের বিভ্রান্ত করার একটা সম্ভাবনা থাকছে।
উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময়ে এনসিপিতে (NCP) গোষ্ঠী কোন্দল চরমে পৌঁছায়। সদলবলে শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন ভাইপো অজিত পওয়ার। মহারাষ্ট্র মন্ত্রিসভায় যোগ দেন এনসিপির ৯ বিধায়ক। অজিত নিজে উপমুখ্যমন্ত্রী হন। ক্ষুব্ধ শরদ অজিত শিবিরের একাধিক নেতাকে বরখাস্ত করেন। দাবি করেন, আসল এনসিপি তাঁরাই। বিষয়টি গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত।
নির্বাচন কমিশন (Election Commission) গত ৬ ফেব্রুয়ারি জানিয়ে দিয়েছে, অজিত পওয়ারের নেতৃত্বাধীন শিবিরই আসল এনসিপি। ‘এনসিপি’ নাম এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’ ব্যবহারের অধিকার পাবে অজিতের গোষ্ঠী। কিন্তু শরদ গোষ্ঠীর অভিযোগ শুধু এনসিপি নাম এবং প্রতীক নয়, লোকসভার ভোটপ্রচারে এনসিপির অজিত গোষ্ঠী শরদ পওয়ারের নাম এবং ছবিও ব্যাবহার করে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা চেষ্টা করছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই অজিত গোষ্ঠীকে শরদ পওয়ারের নাম ও প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে দিল শীর্ষ আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.