দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: অযোধ্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট৷ মধ্যস্থতার পক্ষেই সায় দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ৷ এজন্য তিন সদস্যের একটি মধ্যস্থতাকারী প্যানেল নিয়োগ করেছে শীর্ষ আদালত৷ যার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি খলিফুল্লাহ৷ এছাড়াও রয়েছেন, শ্রী শ্রী রবিশংকর ও আইনজীবী শ্রীরাম পঞ্চু৷ চার সপ্তাহের মধ্যে মধ্যস্থতার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে ওই প্যানেলকে৷ শেষ করতে হবে আট সপ্তাহের মধ্যে৷ সূত্রের খবর রায়দানের সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, এই মধ্যস্থতার ফলাফল গোপন রাখতে হবে৷
[প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, সোনিয়া লড়বেন রায়বরেলিতে]
গত বুধবারের শুনানিতে এই মামলায় মধ্যস্থতার পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সেই প্রস্তাবে আপত্তি জানান হিন্দু মহাসভার আইনজীবী। তিনি জানান, এই মামলার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে। তাই মধ্যস্থতার প্রস্তাব মানুষ মানবে না। এর উত্তরে বিচারপতি এস এ বোবদে বলেন, “আপনারা তো আগে থেকেই ভেবে বসে আছেন মধ্যস্থতার প্রক্রিয়া ব্যর্থ হবে। আগে থেকে বিচার করে নেওয়া ঠিক নয়।” বিচারপতি বোবদে বলেন, “আমরা এই মামলার গুরুত্ব বুঝি, এটা শুধুমাত্র কোনও জমি-বিবাদ নয়, এটা ধর্মীয় ভাবাবেগ ও বিশ্বাসের বিষয়।” সুন্নী ওয়াকফ বোর্ডের তরফে আইনজীবী রাজীব ধবন বলেন, ‘‘মুসলিম সংগঠনগুলি মধ্যস্থতায় রাজি। তাছাড়া, সর্বোচ্চ আদালত যদি মধ্যস্থতা চায়, সেক্ষেত্রে সব পক্ষের সম্মতি ছাড়াও সেই নির্দেশ আদালত দিতে পারে৷’’
[পুলওয়ামার হামলা মোদি-ইমরানের ‘ম্যাচ ফিক্সিং’, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার]
সূত্রের খবর, বুধবারই পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের মধ্যস্থতার ইঙ্গিত দেয়৷ ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, যদি মধ্যস্থতা করার এক শতাংশ সম্ভাবনাও থাকে, তাহলে সে পথেই হাঁটতে চায় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘আপনারা মধ্যস্থতাকারীদের নাম বলুন। আমরা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুত এই নিয়ে অর্ডার পাশ করাতে চাই।’ জানা গিয়েছে, প্রথমেই মধ্যস্থতাকারীদের নাম জানায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা৷ মধ্যস্থতার জন্য তাঁদের প্রস্তাবিত তিনটি ছিল প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র, জগদীশ সিং খেহর ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি একে পট্টানায়েক। অন্যদিকে নির্মোহী আখড়াও তিনজনের নাম প্রস্তাব করে। তাঁদের প্রস্তাবিত তালিকায় নাম ছিল বিচারপতি কুরিয়েন জোসেফ, একে পট্টনায়েক ও জিএস সিংভি-র।
Supreme Court’s Constitution Bench refers Ram Janmabhoomi-Babri Masjid land dispute case for court appointed and monitored mediation for a “permanent solution” pic.twitter.com/ReESAb272q
— ANI (@ANI) March 8, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.