Advertisement
Advertisement

Breaking News

RSS

ধোপে টিকল না স্ট্যালিনের দাবি, RSS’কে তামিলনাড়ুতে প্রকাশ্যে রুট মার্চের অনুমতি সুপ্রিম কোর্টের

রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে, দাবি করেছিল DMK সরকার।

Supreme Court Allows RSS to Hold Marches in Tamil Nadu and Dismisses Stalin Govt's Plea | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 12, 2023 2:26 pm
  • Updated:April 12, 2023 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএসের (RSS) রুট মার্চ বা মিছিলের কারণে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে। এই যুক্তিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু (Tamil Nadu) সরকার। তারা আরএসএসের মিছিলে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছিল। তামিলনাড়ু সরকারের সেই দাবি খারিজ করে দিল শীর্ষ আদালত। এর ফল দক্ষিণের রাজ্যে প্রকাশ্য রুট মার্চের অধিকার পেয়ে গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি সংঘ পরিবার। বিজেপিও (BJP) হুল ফোটানোর বিস্তর চেষ্টা করে চলেছে। কিন্তু কাজের কাজ হয়নি। এই অবস্থায় সেখানে সক্রিয় হতে চাইছে আরএসএস। গত বছর অক্টোবর মাসে ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে রুট মার্চের অনুমতি চেয়েছিল তারা। এছাড়াও সংঘের সনাতনী পোশাক পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করার পরিকল্পনা ছিল স্বয়ংসেবকদের। কিন্তু সাম্প্রদায়িক অশান্তির সম্ভাবনার কথা বলে সংঘ পরিবারের এই মিছিলের অনুমতি দেয়নি স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে (DMK) সরকার। রাজ্যের যুক্তি ছিল নিষিদ্ধ মুসলিম সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া হামলা চালাতে পারে মিছিলে। অবনতি হতে পারে আইনশৃঙ্খলার।

Advertisement

[আরও পড়ুন: নিচুতলায় সিপিএমের সঙ্গে মহাজোট চাইছে RSS, আলিমুদ্দিনে উদ্বেগ]

যদিও গত ১০ ফেব্রুয়ারি এক রায়ে মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) আরএসএসকে মিছিলের অনুমতি দেয়। একই সঙ্গে ডিএমকে সরকারকে জানিয়ে দেয়, বাক স্বাধীনতা রক্ষার দায়িত্ব সরকারের। তাই সংঘকে মিছিলের অনুমতি দিতে হবে। এরপরেই সুপ্রিম কোর্টে মামলা করে স্ট্যালিনের সরকার। স্ট্যালিনের সরকারের সাফ কথা, আরএসএসকে মিছিলের অনুমতি দিলে সেটা রাজ্যে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি করতে পারে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে। কারণ আরএসএস ধর্মীয় গোঁড়ামি শেখায়।যদিও রাজ্যের যুক্তি ধোপে টিকল না। আরএসএসকে তামিলনাড়ুতে প্রকাশ্য রুট মার্চের অনুমতি দিল সুপ্রিম কোর্ট।

[আরও পড়ুন: বাংলার মিড ডে মিলে ১০০ কোটির গরমিল! কেন্দ্রীয় কমিটির রিপোর্ট ওড়াল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement