ফাইল ছবি
সোমনাথ রায়, নয়াদিল্লি: রাজ্যে বিনা অনুমতিতে সিবিআই (CBI) তদন্ত সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল। মামলার পরবর্তী শুনানি ১ মে। বুধবার ব্যস্ততার কারণ দেখিয়ে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার দাবি জানান সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা। নিমরাজি হয়েও তাতে রাজি হয় শীর্ষ আদালত।
সেই ২০২০ সালেই সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে রাজ্য সরকার। যার ফলে আদালতের নির্দেশ না থাকলে রাজ্যে কোনও মামলা দায়ের করতে হলে সিবিআইয়ের অনুমতি প্রয়োজন হয়। তার পরেও আদালতের নির্দেশে তদন্তের ক্ষেত্রে সিবিআই বিভিন্ন মামলায় এফআইআর দায়ের করে। ২০২১-এ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) পরে ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই বহু এফআইআর দায়ের করতে শুরু করায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করে। রাজ্যের বক্তব্য ছিল, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনে সিবিআইকে এফআইআর করার আগে রাজ্য প্রশাসনের অনুমতি নিতে হবে।
গত প্রায় ৩ বছরে কেন্দ্র বনাম রাজ্যের বিবাদের এই মামলা বহু বার শুনানির জন্য তালিকাভুক্ত হলেও এক বারও শুনানি হয়নি। ধবার সেই মামলার শুনানি ছিল। এর আগে এই মামলার ১০ বার পিছিয়ে গিয়েছে।
আগের শুনানিতেই সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, মামলাটি এমন কিছু জরুরি মামলা নয়। আড়াই বছর ধরে এটা চলছে। এদিন অবশ্য ব্যস্ততার কারণ দেখিয়ে মামলা পিছিয়ে দেওয়ার দাবি জানান সলিসিটর জেনারেল। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ প্রথমে বলে, এভাবে মামলা পিছিয়ে দিতে থাকলে মনে হবে, আমরা মামলাটি ছুটির পর পর্যন্ত পিছিয়ে দিতে চাইছি। শেষমেশ ১ মে পরবর্তী শুনানির দিন ধার্য হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.