সোমনাথ রায়, নয়াদিল্লি: OBC তালিকায় কারচুপি বিতর্কের মাঝে নতুন করে স্ক্রটিনি এবং তালিকা তৈরি করতে চায় রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে তাই সময় চাইলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। সওয়াল-জবাবের সময়ে তিনি আবেদন জানান, নতুন করে সমীক্ষার মাধ্যমে ফের ওবিসি নিয়ে ফের তালিকা তৈরি করবে রাজ্য। তার জন্য তিনমাস সময় লাগবে। সেই সময় দেওয়া হোক এবং তারপর শুনানি হোক। তাঁর আবেদন মঞ্জুর করেছে বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চ। ওয়াকিবহাল মহলের একাংশের মত, রাজ্য সরকারের এই পদক্ষেপেই প্রমাণ, অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ নিয়ে যে গন্ডগোল হয়েছিল, তা মেনে নেওয়া হল।
সংরক্ষণ তালিকায় কারচুপি হয়েছে দেদার, রাজ্য সরকারের দেওয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে এই অভিযোগে সরব হন বিরোধীরা। বিজেপির অভিযোগ ছিল, যোগ্যদের এই সার্টিফিকেটের সুবিধা থেকে বঞ্চিত করে সংখ্যালঘু প্রতিনিধিদের পাইয়ে দেওয়ার রাজনীতি হয়েছে। এনিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হলে ২০২৪ সালের মে মাসে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। তাতে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট মূল্যহীন হয়ে পড়ে। হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর।
সেই মামলার শুনানিতে আজ রাজ্য সরকারের তরফে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল বলেন, ”ওবিসি সার্টিফিকেট দেওয়া নিয়ে নতুন করে সমীক্ষার কাজ করবে রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশন। তিনমাস সময় লাগবে এই কাজ করতে। তাই মামলার শুনানি তিনমাস পর ধার্য করা হোক।” তা শুনে শীর্ষ আদালতের বিচারপতিরা জানান, রাজ্যের এই আবেদন মঞ্জুর, জুলাই মাসে ফের শুনানি হবে। হাজার বিতর্কের মাঝে ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ থেকেই স্পষ্ট যে ওই তালিকায় কারচুপি মেনে নিচ্ছে, এমনই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.