Advertisement
Advertisement

সাহারা ঘুষ কেলেঙ্কারিতে মোদিকে অব্যাহতি সুপ্রিম কোর্টের

কী বলল শীর্ষ আদালত?

Supreme Coart clean cheat to PM Modi on Sahara-Birla PIL
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 7:50 pm
  • Updated:January 11, 2017 8:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। সাহারা-বিড়লার কাছ থেকে মোদির ঘুষ নেওয়ার অভিযোগে তদন্তের আরজি খারিজ করে দিল শীর্ষ আদালত। আদালত জানিয়ে দিল, মোদির বিরুদ্ধে যে তথ্য-প্রমাণ পেশ করেছেন অভিযোগকারী আইনজীবী, তা যথেষ্ট নয়।

রাজনীতিবিদ ও কর্পোরেট হাউসগুলির মধ্যে বেআইনি অর্থ লেনদেনের বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রশান্ত ভূষণ। তাতে একাধিক রাজনীতিবিদের বিরুদ্ধে কর্পোরেট সংস্থাগুলির থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। তালিকায় প্রধানমন্ত্রীর নামও ছিল। কিন্তু আজ আদালত জানিয়ে দিল, যে নথিপত্রের উপর ভিত্তি করে ভূষণ অভিযোগ জানিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। সাহারা ও বিড়লার একাধিক অফিসে হানা দিয়ে সিবিআই যে ডায়েরি ও নথি উদ্ধার করেছে, সেগুলি সাক্ষ্য হিসাবে আদালতে জমা দিলেও তার উপর ভিত্তি করে তদন্ত চালানো যায় না বলে এদিন জানিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীও অভিযোগ করেন, সাহারা শিল্প গোষ্ঠীর কাছ থেকে ৯ বার টাকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি সাহারা গোষ্ঠী টাকা নেন বলে তিনি অভিযোগ তুলেছিলেন তিনি। শুধু সাহারা গোষ্ঠী নয়, আদিত্য বিড়লা গোষ্ঠীর থেকেও নাকি মোদি বিপুল অংকের টাকা নিয়েছেন বলে দাবি করেন রাহুল। এর আগেও অবশ্য শীর্ষ আদালত এই একই কথা জানিয়েছিল। একটি দুর্নীতিগ্রস্ত সংস্থার নথির মূল্য শীর্ষ আদালতের কাছে শূন্য। যে কেউ কোনও কাগজে প্রধানমন্ত্রীর নাম লিখে দিতেই পারে। তাতে কিছু প্রমাণিত হয় না, স্পষ্ট জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement