সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেলেন শশীকলা নটরাজন৷ উল্টোদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পন্নিরসেলভম৷ তামিলনাড়ুর তখতে আপাতত বসা হচ্ছে না চিনাম্মার৷ কারণ মঙ্গলবার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত৷
এর আগে এই মামলায় শশীকলাকে মুক্তি দিয়েছিল তামিলনাড়ু হাই কোর্ট৷ কিন্তু এদিন হাই কোর্টের সেই রায়কে আমল না দিয়ে নিম্ন আদালতে নেওয়া সিদ্ধান্তকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দেওয়া হল, ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ কোটি টাকা জরিমানা দিতে হবে শশীকলাকে৷ নিম্ন আদালতে তাঁকে আত্মসপর্মণের নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে৷ অর্থাৎ আগামী ১০ বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না তিনি৷
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণের পর তাঁর ছেড়ে দেওয়া পদে কে বসবেন তা নিয়ে গত এক সপ্তাহ ধরে শশীকলা এবং পন্নিরসেলভমের মধ্যে তীব্র লড়াই চলছিল৷ সোমবার পোয়েজ গার্ডেনে নিজের বাসভবনে দলীয় সমর্থকদের প্রতি ভাষণে পন্নিরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শশীকলা৷ বলেছিলেন, পন্নিরকে উস্কানি দিচ্ছে ডিএমকে৷ কিন্তু গদিতে যে তিনিই বসছেন, সেই দাবিই আরও দৃঢ়ভাবে তুলে ধরেছিলেন৷ কিন্তু মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায়ে এক ঝটকায় ছবিটা পাল্টে গেল৷ পন্নিরসেলভমের মুখ্যমন্ত্রীর আসনে বসার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল৷ আম্মার মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন পন্নির৷ কিন্তু তারপর তামিলনাড়ুর রাজনীতিতে অনেক জল গড়ায়৷ যার ফলে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী হিসেবে আম্মার পছন্দের ব্যক্তি৷ এবার সুপ্রিম কোর্টের রায়ে আম্মার পছন্দের প্রার্থীই হয়তো গদিতে ফিরতে চলেছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.