সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেগাসাস (Pegasus) তথা ফোনে আড়ি পাতা কাণ্ডে অবসরপ্রাপ্ত বা কর্মরত বিচারপতির নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছেন দুই সাংবাদিক। এই দাবিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। আগামী সপ্তাহে তাঁদের আবেদন শুনতে পারে শীর্ষ আদালত। শুক্রবার এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI N V Ramana)।
ফোনে আড়ি পাতা ইস্যুতে আদালতের দ্বারস্থ হন সাংবাদিক এন রাম এবং শশী কুমার। দাবি ছিল, বিচারপতির নেতৃত্বে পেগাসাস কাণ্ডের তদন্ত হোক। এদিন তাঁদের আরজি গ্রহণ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। জানান, “আমরা এটি (মামলাটি) আগামী সপ্তাহে শুনতে পারি। তবে নির্ভর করবে কতটা কাজের চাপ থাকছে।”
Supreme Court to hear the plea of senior journalists N Ram & Sashi Kumar next week, seeking inquiry headed by a sitting or retired judge of top court to investigate into the reports of government using Israeli software Pegasus to spy on politicians, activists, and journalists pic.twitter.com/PuBCnVfE27
— ANI (@ANI) July 30, 2021
দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। যা ঘিরে উত্তাল দিল্লির রাজনীতি। সংসদের ভিতরে-বাইরে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তাঁরা। এ বিষয়ে তদন্তের দাবিতে দুই বিচারপতির নেতৃত্বে কমিটি গড়েছে রাজ্য সরকার। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে এই ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করেছেন তিনি। এবার গোটা দেশে সেই তদন্তের দাবিতে বিচারপতিদের নেতৃত্বে কমিটি গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দুই সাংবাদিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.