Advertisement
Advertisement

Breaking News

এবার যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী করার দাবি উঠল

দু'দিনের গোরখপুর সফরে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী...

supporters of Adityanath raise 'Yogi as PM in 2024' slogan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2017 9:14 am
  • Updated:December 28, 2019 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এবার দেশের প্রধানমন্ত্রী করার দাবি তুললেন তাঁর সমর্থকরা৷ মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পর আজ দু’দিনের গোরখপুর সফরে যাচ্ছেন যোগী আদিত্যনাথ৷ এদিন সেখানেই তাঁর সমর্থকরা ২০২৪-এ তাঁকে প্রধানমন্ত্রী করার দাবি তুললেন৷ এই গোরখপুর থেকেই পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছেন যোগী আদিত্যনাথ৷

এদিন সকাল থেকেই গোরখপুরে সাজ সাজ রব৷ ভোর থেকেই আদিত্যনাথের হাজার হাজার সমর্থক তাঁর বাসভবনে ভিড় জমিয়েছেন৷ গোরখপুর মন্দিরের সামনে জমায়েত থেকে দাবি উঠেছে, ২০২৪-এ যোগী আদিত্যনাথকেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রার্থী করুক বিজেপি৷ রাজ্যের প্রধান প্রশাসনিক পদে বসেই যেভাবে একের পর এক কড়া ও উন্নয়নমূলক পদক্ষেপ করেছেন যোগী, তাতে খুশি রাজ্যের আম জনতা৷ নরেন্দ্র মোদির পর তিনিই দেশের হাল ধরতে পারবেন বলে মনে করছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement