Advertisement
Advertisement

বাদল অধিবেশনকে শান্তিপূর্ণ করতে তৎপর কেন্দ্র, এবার ময়দানে নামলেন খোদ স্পিকার

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি সাংসদকে লিখলেন চিঠি৷

Sumitra Mahajan writes to MPs over unfinished work before polls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2018 4:50 pm
  • Updated:July 10, 2018 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের ১৮ তারিখ শুরু হতে চলেছে পার্লামেন্টের বাদল অধিবেশন, চলবে অাগস্টের ১০ পর্যন্ত৷ আর এই অধিনেশনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চালনা করতে তৎপর কেন্দ্রের বিজেপি সরকার৷ এই মর্মে কয়েকদিন আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী বিজয় গোয়েল৷ এবার উভয়কক্ষের প্রতিটি সাংসদকে চিঠি লিখে শান্তিপূর্ণ অধিবেশন চালাতে দেওয়ার অনুরোধ করলেন খোদ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন৷ বললেন, লোকসভা নির্বাচনের আগে আর মাত্র তিনটি অধিবেশন সম্পন্ন করা যাবে৷ কিন্তু কাজ পড়ে রয়েছে অনেক৷ এখনও পাশ করানো যায়নি বহু গুরুত্বপূর্ণ বিল৷ ফলে সংসদের মধ্যে যাতে শৃঙ্খলা বজায় রাখেন প্রত্যেক জনপ্রতিনিধি, সেই আরজি করেছেন স্পিকার৷

[রাজধানীতে ফের ইভটিজিং, পিছু ধাওয়া করে মহিলা সাংবাদিককে কটূক্তি দুষ্কৃতীদের]

Advertisement

গত চারবছরে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে সংসদের বিভিন্ন অধিবেশন৷ কারণ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা৷ ওয়েলে নেমে, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন কখনও সংসদের ভিতরে, কখনও বা বাইরে৷ বারংবার মুলতবি হয়ে যাওয়ার ফলে নষ্ট হয়েছে সংসদের অনেকটা সময়৷ প্রতিটি সাংসদকে পাঠানো চিঠিতে এই বিষয়টিকেই উল্লেখ করেছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন৷ জানিয়েছেন, গত চার বছরে যে কাজগুলি বাকি রয়েছে অর্থাৎ যে বিলগুলি এখনও পাশ করানো যায়নি বা যে বিষয়গুলি নিয়ে এখনও আলোচনা হয়নি সেগুলি এই অধিনেশনে আলোচনা করতে ইচ্ছুক সরকার এবং তা সম্ভবপর হবে যদি প্রত্যেকে পার্লামেন্টে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন৷ কয়েকদিন আগে ঠিক এই একই উদ্দেশ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন সংসদ বিষয়ক মন্ত্রী বিজয় গোয়েল৷ সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছেও একই অনুরোধ জানান হয়েছিল৷ বলা হয়েছিল, যাতে পার্লামেন্টের উভয়কক্ষেই শান্তি বজায় রাখেন কংগ্রেস সাংসদরা৷ এখানেই শেষ নয়, অন্যান্য বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সামনে আসন্ন অধিবেশনের গুরুত্ব তুলে ধরবেন সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার৷

[হিন্দু দেব-দেবীর প্রতিকৃতি সম্বলিত মুদ্রা চালু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিও!]

প্রসঙ্গত, লোকসভায় এখনও জমা পড়ে রয়েছে প্রায় ৬৮টি বিল এবং রাজ্যসভায় ৪০টি৷ আসন্ন বাদল অধিবেশনে বেশকিছু গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে ইচ্ছুক কেন্দ্রীয় সরকার৷ তাদের মধ্যে অন্যতম তিন তালাক বিল৷ লোকসভায় পাশ হয়ে গেলেও যা এখনও রাজ্যসভায় আটকে রয়েছে৷ এছাড়া তালিকায় রয়েছে, ন্যাশনাল কমিশন ফর মেডিক্যাল এডুকেশন বিল ও রূপান্তরকামী বিল৷ পাশাপাশি, চলতি মাসের শেষেই তাঁর মেয়াদ সম্পূর্ণ করছেন রাজ্যসভার ডেপুটি স্পিকার পি ডে কুরিয়েন৷ ফলে আসন্ন বাদল অধিবেশনেই হবে রাজ্যসভার নয়া ডেপুটি স্পিকার নির্বাচন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement