সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের দিনে জাতীয়তাবাদ, দেশাত্মবোধের মতো পবিত্র চেতনাও রাজনৈতিক অস্ত্র। অন্য দিকে নীরবে, নিভৃতে কাজ করে যান কিছু মানুষ। যেমন, বর্ষীয়ান সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (Bindeshwar Pathak)। সুলভ শৌচালয়ের জনকও বলা হয় তাঁকে। সুলভ ইন্টারন্যাশনালের (Toilet International) প্রতিষ্ঠাতা তিনি। মঙ্গলবার দিল্লির একটি হাসপাতালে ৮০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই পদ্মভূষণ প্রকৃত দেশসেবক।
এদিন রাজধানীতে স্বাধীনতা দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রখ্যাত সমাজকর্মী। সেখানেই আচমকা অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত দিল্লি এইমসে ভরতি করা হয় তাঁকে। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিন্দেশ্বর। যিনি মনে করতেন, সভ্য সমাজ গড়ার একমাত্র হাতিয়ার শিক্ষা। সেই পথেই আজীবন মানবাধিকার, পরিবেশের পরিচ্ছন্নতা, শক্তির অপ্রচলিত উৎস এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন তিনি। বিন্দেশ্বরের প্রতিষ্ঠান সুলভ ভারতে প্রায় সাড়ে পাঁচ কোটি সরকারি শৌচালয় তৈরি করেছে৷ পাশাপাশি ঘরে ঘরে ব্যবহারের জন্য প্রায় দেড় কোটি শৌচালয় তৈরি করেছে এই সংস্থা৷
सुलभ इंटरनेशनल के संस्थापक श्री बिन्देश्वर पाठक के निधन का समाचार अत्यंत दुखदाई है। श्री पाठक ने स्वच्छता के क्षेत्र में क्रान्तिकारी पहल की थी। उन्हें पद्म-भूषण सहित अनेक पुरस्कारों से सम्मानित किया गया था। उनके परिवार तथा सुलभ इंटरनेशनल के सदस्यों को मैं अपनी शोक-संवेदनाएं…
— President of India (@rashtrapatibhvn) August 15, 2023
মানুষের দ্বারা মানুষের বর্জ্য পরিষ্কার বন্ধ করতে দীর্ঘ দিন আন্দোলন করেছেন বিন্দেশ্বর পাঠক৷ তিনি মনে করতেন, ঝুঁকি দিকটি তো আছেই, এছাড়াও যে কোনও মানুষের কাছে এমন কাজ অপমানজনক৷ তার আন্দোলনের পরেই এই বিষয় আইন আনে ভারত সরকার। যদিও সেই আইন কতখানি বলবৎ হয়েছে তা এক কুটিল প্রশ্ন।
The passing away of Dr. Bindeshwar Pathak Ji is a profound loss for our nation. He was a visionary who worked extensively for societal progress and empowering the downtrodden.
Bindeshwar Ji made it his mission to build a cleaner India. He provided monumental support to the… pic.twitter.com/z93aqoqXrc
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
দেশে-বিদেশে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন বিন্দেশ্বর পাঠক। সামাজিক উন্নতিকল্পে সামগ্রিক অবদানের জন্য নিউ ইয়র্কের মেয়র বিরল সম্মানে ভূষিত করেন এই বিশিষ্ট ভারতীয়কে। ওই শহরে ২০১৬ সাল থেকে ১৪ এপ্রিলকে ‘বিন্দেশ্বর পাঠক ডে’ হিসেবে পালন করা হয়। প্রবীণ সমাজকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.