Advertisement
Advertisement

Breaking News

Sukanya Mandal

ফের পিছিয়ে গেল সুকন্যা মণ্ডলের জামিনের মামলা, মেয়ের খবর পেতে হয়রান অনুব্রত

সম্প্রতি নিজের আইনজীবী বদল করেছেন সুকন্যা।

Sukanya Mandal's bail plea postponed again in Delhi High Court | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2023 9:15 am
  • Updated:August 10, 2023 9:15 am  

সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল সুকন্যা মণ্ডলের জামিনের মামলা। দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা সুকন্যা (Sukanya Mandal) ও ইডি-দুই পক্ষকেই নিজেদের বক্তব্য লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়ে ২২ আগস্ট পর্যন্ত মামলা মুলতুবি করে দিয়েছেন।

শ কে তাঁর নতুন আইনজীবী, তা জানেন না অনুব্রত (Anubrata Mandal)। পরিচয়ও নেই। যে কারণে এদিন আদালতে কী হল, তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন তিনি। নিজের আইনজীবীদের ফোন করে মেয়ের খবর জানতে চাইলেও তাঁর আইনজীবীরাও জানতেন না সুকন্যার হয়ে কে এখন মামলা লড়ছেন। তাই উদ্বেগের সঙ্গেই গোটা দিন কাটান বীরভূম তৃণমূল সভাপতি।

Advertisement

[আরও পড়ুন: ‘মণিপুরের হিংসা লজ্জার, এটা নিয়ে রাজনীতি আরও লজ্জার’, রাহুলকে জবাব শাহর]

গরু পাচার মামলায় অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা-দু’জনই এখন তিহার জেলে বন্দি। অথচ এই মামলার অন্যতম অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়া বিএসএফ ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নাম ইডির চার্জশিটে থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। শুধুমাত্র অনুব্রতর কন্যা বলেই গ্রেপ্তার করা হয়েছে সুকন্যাকে। গত একবছর ধরে তাঁর চিকিৎসা চলছে। জুন মাসে অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও তা করা যায়নি। এইসব ঘটনার উল্লেখ করে সুকন্যার জামিনের আবেদন জানানো হয়।

[আরও পড়ুন: চোখ টেপা থেকে ফ্লাইং কিস, নিজের ‘ছেলেমানুষি’ কাজে কি লঘু হচ্ছেন ‘নেতা’ রাহুল?]

এদিকে মঙ্গলবার এই বিচারপতি দীনেশকুমার শর্মার (Dinesh Kumar Sharma) বেঞ্চেই অনুব্রত মণ্ডলের মামলার শুনানি ছিল। কিন্তু সেদিনের শুনানিতে তিনি অনুপস্থিত ছিলেন। যার জেরে অনুব্রতর মামলাও পিছিয়ে যায়। সেই মামলার পরবর্তী শুনানি ২৪ আগস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement