Advertisement
Advertisement
Modi 3.0 Cabinet

এবারও পূর্ণমন্ত্রী পেল না বাংলা, প্রতিমন্ত্রী সুকান্ত-শান্তনু, বাদ পড়লেন কারা?

এই প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Sukanta Majumdar and Shantanu Thakur take oath as MoS in Modi 3.0 Cabinet

(বাঁদিকে) শান্তনু ঠাকুর এবং (ডানদিকে) সুকান্ত মজুমদার

Published by: Sucheta Sengupta
  • Posted:June 9, 2024 9:23 pm
  • Updated:June 10, 2024 12:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা ছিল। কিন্তু তা পূরণ হল না এবারও। মোদি ৩.০ মন্ত্রিসভায় ঠাঁই হলেও পূর্ণমন্ত্রিত্ব পেলেন না বাংলার কেউ। সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরকে প্রতিমন্ত্রীর সান্ত্বনা পুরস্কার নিয়েই ফিরতে হল দিল্লি থেকে। তাঁদের সম্ভবত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। রবিসন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শপথ নিয়েছেন প্রায় ৭১ জন মন্ত্রী। তার মধ্যে রয়েছেন বালুরঘাটের দুবারে সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বনগাঁর দুবারের সাংসদ শান্তনু ঠাকুর। এর মধ্যে শান্তনু ২০১৯-এর পরও মন্ত্রী হয়েছিলেন। জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে মন্ত্রীর কুর্সিতে সুকান্ত এই প্রথম। বাদ পড়লেন বাঁকুড়ার সুভাষ সরকার, কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং কলকাতা দক্ষিণ থেকে লড়াই করা দেবশ্রী চৌধুরী। 

রবিবারের অনুষ্ঠানের জন্য রাজ্যের সব জয়ী বিজেপি প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), শান্তনু ঠাকুররা আগেই পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে। আর রবিবার সকালে নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবনে চা চক্রে দেখা গিয়েছিল সুকান্ত, শান্তনুকে। তখনই জল্পনা উসকে ওঠে, তাঁরা মোদি ৩.০ মন্ত্রিসভায় (Modi 3.0 Cabinet) সুযোগ পাচ্ছেন। ইঙ্গিত পেয়ে সুকান্ত স্বভাবতই আবেগপ্রবণ হয়ে ওঠেন। জানান, কৃষক পরিবারের সন্তান হিসেবে রাজনৈতিক কেরিয়ারে ধাপে ধাপে এই উন্নতি খানিকটা স্বপ্নের মতো। তাঁকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার জন্য নরেন্দ্র মোদি, জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান সুকান্ত। তবে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন নাকি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েই সন্তুষ্ট থাকতে হবে, তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাজ্য বিজেপি সভাপতি, স্বামীর সাফল্যে কী বলছেন সুকান্তজায়া?

অন্যদিকে, শান্তনু ঠাকুর (Shantanu Thakur)এবার দ্বিতীয়বার সুযোগ পেলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। উনিশে জিতে তিনি জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছিলেন। এবার কোন মন্ত্রক পান, তা দেখার। রবিবার সন্ধেয় সাদা কুর্তা-পাঞ্জাবি, খাদির জ্যাকেট পরে শান্তনু শপথ নেন। মনে করা হচ্ছে, CAA-NRC ইস্যুতে মতুয়া ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে শান্তনুকে মন্ত্রিত্বের ‘পুরস্কার’ দেওয়া হল। বাংলায় উনিশের তুলনায় চব্বিশে লোকসভা ভোটের ফলাফল খারাপ হওয়ার পরও বনগাঁর (Bongaon) মতো মতুয়া গড় ধরে রাখায় তাঁকে ফের মন্ত্রিসভায় আনা হল।  

[আরও পড়ুন: একমাসের লড়াইয়েই ইতিহাস, ওড়িশার প্রথম মুসলিম মহিলা বিধায়ক সোফিয়া ফিরদৌস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement