Advertisement
Advertisement
Sudip Banerjee

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথাই তো বললেন না’, মোদির সংবিধান-ভাষণের সমালোচনা সুদীপের

'বিজেপি তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাসী নয়। তাঁরা ডবল ইঞ্জিন সরকার চায়', খোঁচা তৃণমূল সাংসদের।

Sudip Banerjee criticises Modi's speech on Constitution as there is no mention of federalism
Published by: Sucheta Sengupta
  • Posted:December 15, 2024 7:05 pm
  • Updated:December 15, 2024 7:12 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: সংবিধান নিয়ে শনিবার সংসদে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের ছত্রে ছত্রে উঠে এসেছিল কংগ্রেস বিরোধিতা। ‘ভারতকে গণতন্ত্রের জননী’ বলে যে বক্তব্য শুরু করেছিলেন নরেন্দ্র মোদি, তার ইতি পড়ে গান্ধী পরিবারের সমালোচনায়। আর তাঁর সেই বক্তব্যের তুমুল সমালোচনা করলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্য, ”এতক্ষণ ধরে এত কথা বললেন, ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন, অথচ সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ – যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তা নিয়ে একটি কথাও বললেন না।”

শনিবার লোকসভায় সংবিধান নিয়ে জবাবি ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে ইন্দিরার জরুরি অবস্থা থেকে রাজীবের শাহ বানো মামলা, নেহরুর ৩৭০ ধারা থেকে সোনিয়ার ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি। প্রজন্ম ধরে ধরে গান্ধী পরিবারকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “সংবিধান সংসদে গৃহীত হওয়ার পর ৭৫ বছরে ৫৫ বছরই রাজত্ব করেছে একটা পরিবার। কংগ্রেসের সেই পরিবার সংবিধানকে আঘাত করার কোনও সুযোগ ছাড়েনি। ৭৫ বছরে অন্তত ৭৫ বার সংবিধানকে রক্তাক্ত করেছে কংগ্রেস। সেই কু-বিচার, কু-নীতির প্রভাব আজও রয়েছে। দেশকে আজও ভুগতে হচ্ছে। এই পাপ কোনওদিন মোছা যাবে না।” এহেন বক্তব্যের কঠোর সমালোচনা শুরু করেছিলেন বিরোধীরা।  

Advertisement

এবার সমালোচনায় মুখর হলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর পালটা বক্তব্য, “সংবিধানের সবচেয়ে বড় অংশ তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অথচ তার উল্লেখ করলেন না প্রধানমন্ত্রী। আসলে বিজেপি তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাসী নয়। তাঁরা তো ডবল ইঞ্জিন সরকার চায়। কেন্দ্র আর রাজ্যে একই সরকার চায় তারা। কিন্তু সেটা আসল কাঠামো নয়। এত বড় দেশে বিভিন্ন রাজনৈতিক মতামত থাকবে, সেটাই স্বাভাবিক। আসলে বিজেপি তো স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিল না, তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্ব বুঝতে পারে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement