সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার বিজেপি ও NDTV-র মধ্যে লেগে গেল নারদ নারদ! নীরব মোদির কায়দায় এবার দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকায় পালাতে পারেন সর্বভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি-র কর্ণধার। টুইটারে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। স্বামীর ওই টুইটটি ‘রি-টুইট’ করে পালটা তাঁকে মিথ্যাবাদী বলে তোপ দাগেন প্রণয় রায়।
বৃহস্পতিবার টুইটারে স্বামী অভিযোগ করেন, প্রণয় রায়ের বিরুদ্ধে অবিলম্বে লুক আউট নোটিস জারি করা হোক। এই বিষয়ে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও আয়কর বিভাগকে উপযুক্ত পদক্ষেপ করার আহ্বান জানান। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইটে তিনি লেখেন, ‘আমি ইডি ও আয়কর বিভাগকে অনুরোধ জানাচ্ছি, প্রণয় রায়ের বিরুদ্ধে লুক আউট জারি করুক। প্রধানমন্ত্রীকেও আমি চিঠি দিয়ে এ কথা জানিয়েছি। অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পালিয়ে যেতে পারে।’
I am asking ED and ITD through a letter to PM to issue a Look Out Notice against Pranay Roy. He may escape to Cape Town South Africa.
— Subramanian Swamy (@Swamy39) February 16, 2018
এই প্রথম নয়, এর আগেও NDTV-র বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন স্বামী। তাঁর দাবি, ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য চ্যানেলটির অন্দরে আর্থিক দুর্নীতির শিকড় তুলে ফেলতে হবে। টুইটারে স্বামীর নতুন ইটের জবাবে অবশ্য পাটকেল ছুড়ে দিয়েছেন প্রণয় রায়ও। তিনি পালটা লিখেছেন, শুরু হল মিথ্যাবাদী স্বামীর নয়া দোষারোপের পালা।
LIAR SWAMY AT IT AGAIN.
— Prannoy Roy (@PrannoyRoyNDTV) February 16, 2018
প্রশ্ন উঠছে, স্বামী হঠাৎ আজ প্রণয় রায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন? গতবছরের জুন মাসে আইসিআইসিআই ব্যাঙ্কের ৪৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে এনডিটিভির দপ্তরে ও প্রণব রায়ের বাসভবনে তল্লাশি চালিয়েছে সিবিআই। যদিও ওই পদক্ষেপকে সংবাদমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা বলে সে সময় সরব হয় চ্যানেলটি। সিবিআইকে শাসক দলকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ ওঠে। এডিটরস গিল্ড বিবৃতি জারি করে জানায়, ‘সংবাদমাধ্যমের দপ্তরে পুলিশের হানা উদ্বেগজনক একটি ঘটনা।’
.@prannoyroyNDTV writes to @PMOIndia, warns malicious campaign by Subramanian Swamy against @ndtv will hurt India, freedom of press & FDI pic.twitter.com/i4YbRrBqb0
— NDTV (@ndtv) February 12, 2018
সে সময় অবশ্য তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু (বর্তমানে উপরাষ্ট্রপতি) কেন্দ্রের পদক্ষেপকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন, ‘কেউ যদি কোনও ভুল করে থাকেন, তাহলে শুধুমাত্র তিনি সংবাদমাধ্যমের কর্মী বলে কেন্দ্র তাঁকে ছেড়ে কথা বলবে না।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চ্যানেলটির কো-চেয়ারপারসন প্রণয় রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলাও রুজু করে। নয়াদিল্লি, দেরাদুন ও মুম্বইতে একযোগে অভিযান চালানো হয়। যদিও চ্যানেলটি কোনওরকম আর্থিক লেনদেনে বেনিযমের অভিযোগ অস্বীকার করে। এখন ঘটনা হল, প্রথমে বিজয় মালিয়া ও এখন নীরব মোদির দেশ ছেড়ে পালানোর অভিযোগকে ঘিরে উত্তাল গোটা দেশ। ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়ে, অর্থাৎ সাধারণ মানুষের কষ্টের জমানো টাকা নিয়ে মালিয়া বা নীরবের মতো অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় সোচ্চার দেশবাসী। এই আবেগকে হাতিয়ার করেই সম্ভবত এনডিটিভির উপরে ফের কুঠারাঘাত করতে চাইছেন সুব্রহ্মণ্যম স্বামী, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
ED had seized jewelleries, gold, diamond, precious metal & stones at stock price of Rs 5100 crore in # NiravModi case yesterday. Independent valuation has been started.
— ED (@dir_ed) February 16, 2018
ED searches 17 premises across India of Nirav Modi & Geetanjali Gems in case related to fraud in PNB. Stocks of Gold, Diamond & Precious stones worth Rs 5100 crore seized.
— ED (@dir_ed) February 15, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.